[Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

Shabab Mustafa shabab at linux.org.bd
Thu Oct 20 02:55:33 UTC 2011


@সাজেদুর রহিম জোয়ারদার,

আশিকুর নূরের মেইল থেকে Quote করি:
===
আগামী ২১শে অক্টবর রোজ শুক্রবার উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি করতে চাচ্ছি।
স্থ্যান হিসাবে *ধানমন্ডি'র রবীন্দ্রসরোবর* অথবা *ঢাবি'র ছবির হাট* এই দুই
জায়গা মাথায় আছে। এখন কি করলে আয়োজন টি আরো ভাল হবে তা নিয়ে আপনার চিন্তা অথবা
মতামত শেয়ার করুন।
===


এই অংশ থেকে কি আপনি কি বুঝতে পারছেন? আশিকুর নূর নিজে একটি রিলিজ পার্টি করতে
চাচ্ছে এবং সেখানে কি কি করা যেতে পারে সে ব্যাপারে পরামর্শ চাচ্ছে। সেই মেইল
থ্রেডের আগাগোড়া পড়লেই দেখা যাবে উবুন্টু বিডির মুরুব্বীগণ এই আয়োজনকে
এপ্রিসিয়েট করে তাকে পরামর্শ / দিকনির্দেশনা দিয়েছে কি না।

দ্বিতীয় কথা, পরিষ্কার করে বোঝা উচিৎ এটা উবুন্টু বিডির নিজের আয়োজন নয়। আশিকুর
নূরের নিজের উদ্যোগ। এই উদ্যোগের সাফল্য ব্যর্থতার উপর উবুন্টু বিডি বাঁচা মরার
প্রশ্ন কি করে আসছে সেটা বোঝা যাচ্ছে না।

আশিকুর নূরের নিজের উদ্যোগকে হাইজ্যাক করে নিজেদের নামে চালিয়ে দেয়ার মত হীন
মানসিকতা নেই বলেই উবুন্টু বিডির ইভেন্ট লিস্টে এই ইভেন্টের নাম নাই। উল্টো
অতীত অভিজ্ঞতায় জানি কোন কোন অনুষ্ঠানে উবুন্টু বিডির অনুমতি ছাড়াই অনুষ্ঠানের
ব্যানারে অনৈতিকভাবে উবুন্টু বিডির লোগো ব্যবহার করা হয়েছে। সে যাইহোক, সেটা
অন্য প্রসঙ্গ।

উবুন্টু বিডি-র অনেক কিছুই এখনো অগোছালো। অফিসিয়াল রিঅ্যাপ্রুভাল প্রসেস থমকে
আছে। নতুন ওয়েবসাইটের কাজ আধাআধি হয়ে থেমে আছে বলে সেটা লাইভ হচ্ছে না ইত্যাদি
অনেক সমস্যাই আছে। মাঝখানে মূল লোকো পোর্টালের কাজ হচ্ছিল। তখন কিছুদিন তথ্য
আপডেট করা হয় নি। সেখানে কিছু গ্যাপ পড়ে গেছে। যেহেতু এখানে সবাই স্বেচ্ছাসেবক
সেহেতু সবার সবসময়ের ফ্রি টাইম একরকম নয়। আমাদের সীমাবদ্ধতা রয়েছে এবং সেটা
আমরা মোটেই অস্বীকার করি না। করলে উইকি পেইজের প্রথম পাতার উপরেই সেগুলো লেখা
থাকত না। আমরা চাইলেই এইসব খুব সহজেই চেপে যেতে পারতাম।

বাংলাদেশে এমন ভূরি ভূরি সংগঠন রয়েছে যাদের সারা বছরের কার্যক্রম শুধু ছবি
তোলার মধ্যে সীমাবদ্ধ। আমি এমন সংগঠনের খবরও জানি যারা শফিপুর জাতীয় উদ্যানের
শালবনের ছবি তুলে সেটা নিজেদের বনায়ন কার্যক্রম হিসেবে চালিয়ে দিয়েছিল।
'ব্যানারের সামনে দাঁত কেলিয়ে ছবি তোলা' সংক্রান্ত মন্তব্য একটি জেনারালাইজড
মন্তব্য। যারা লোক দেখানো অনুষ্ঠান করার পক্ষে তাদের এই মন্তব্যে পিত্তি
জ্বলতেই পারে। যারা নিজেরা বিশ্বাস করে যে তারা লোক দেখানোর জন্য নয় বরং পূর্ণ
আন্তরিকতার সাথেই অনুষ্ঠান করতে চায়, তাদের তো পিত্তি জ্বলে যাবার কোন কারণ
দেখতে পাচ্ছি না।

যাইহোক, আশাকরি আশিকুর নূরের 'জীবিত-মৃত' সংক্রান্ত কনফিউশনের উত্তর পেয়েছে।
তার অনুষ্ঠানের জন্য আবারও শুভকামনা। আরেকটু চিন্তাভাবনা করে মন্তব্য করলে হয়ত
এইরকম পানি ঘোলার প্রয়োজন হত না।

---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list