[Ubuntu-BD] no economic problems since i started it...
Shabab Mustafa
shabab at linux.org.bd
Thu Oct 13 16:41:59 UTC 2011
@আশিকুর নূর,
আপনার অনুরোধটা বড়ই পক্ষপাতদুষ্ট দেখাল। দিপুর অ্যাকাউন্ট থেকে যে মেইল এসেছে
জেড এম মেহেদি হাসান ভাইয়ের অ্যাকাউন্ট থেকেও সেই একই মেইল এসেছে। দিপুর
অ্যাকাউন্ট যদি লিস্ট থেকে বাদ দিতে হয় তাহলে তো মেহেদি ভাইয়ের অ্যাকাউন্টও বাদ
দেয়া উচিৎ, তাই না? দলাদলি খুব সামান্য ব্যাপার থেকেই শুরু হয়। এইরকম অনুরোধ
করার আরো ভালভাবে ভেবে দেখার অনুরোধ রইল।
এই মেইলগুলো আরো কিছু লিস্ট থেকেও পাওয়া যাচ্ছে। সাধারণত কম্প্রোমাইজড
অ্যাকাউন্ট (ইমেইলের তথ্য তৃতীয়পক্ষের কাছে ফাঁস হয়ে যাওয়া) থেকে এইসব মেইল
আসছে আইডির মালিকের অজান্তেই। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারী নিজের ইমেইল
অ্যাকাউন্টে ঢুকতেও পারছেন না। অতএব, আমাদের কিছুটা ধৈর্য্য ধরা উচিৎ।
সতর্কতা:
-----------
কোন অপরিচিত অ্যাপ্লিকেশন আপনার জিমেইলের অ্যাকাউন্ট লগইন ইনফরমেশন দেয়া থেকে
বিরত থাকুন। যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে বলে সন্দেহ হয় তবে
সাথে সাথেই পাসওয়ার্ড বদলে ফেলুন এবং এসএমএস ভেরিফিকেশন সক্রিয় রাখুন।
---
Shabab Mustafa
2011/10/13 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> এই আইডি কে মেইলিং লিস্ট থেকে বাদ দিতে অনুরোধ করছি।
>
> dipu_mbstu at yahoo.com
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
>
>
>
>
>
> 2011/10/13 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com>
>
>> লিস্টে এগুলা কি ফাজলামী শুরু হয়েছে? মডারেটর কোথায়?
>>
>> ------------------
>> নির্ঝর
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
More information about the ubuntu-bd
mailing list