[Ubuntu-BD] cant install Avro

sagir khan sagir42 at gmail.com
Mon Oct 3 17:52:22 UTC 2011


সালাম
রিং ভাই ওনি যেহেতু অভ্র সেটাপ করতে পারেন নি তাই মনে হয় ইংরেজীতে লিখছেন।

৩ অক্টোবর, ২০১১ ১১:২৫ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:

> প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই
>
> আমাদের এই মেইলিং তালিকাটা শুধুই বাংলাভাষার ব্যবহারকারীদের জন্য। তাই খুবই
> ভালো লাগে যখন প্রশ্নগুলো বাংলাতে পাই। আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারন
> লিনাক্স ব্যবহারকারী মানে এই আমাদেরকে বোঝানোর কোন দরকার আছে যে আমরা কে, কোন
> বিদেশী ভাষায়, কতটা দক্ষ। বাঙ্গালীর সন্তান শুধুমাত্র ফেব্রুয়ারী মাসে
> উন্মাদনা
> না দেখিয়ে সারা বছর নিয়মিত চর্চায় নিজ মাতৃভাষার মান এবং নিজের ভাষাগত জ্ঞানের
> উন্নতি করাটাই আমার কাছে সমীচিন মনে হয়।
>
> যাই হোক কাজের কথা বলি। আপনি ৬৪বিট সিস্টেমে ৩২বিট অ্যাপ্লিকেশন চালাতে
> চাচ্ছেন
> (উবুন্টু ভিত্তিক ডিস্ট্রোর জন্য স্কীম অভ্র ফোনেটিক লেআউটটা ৩২ বিটের জন্য
> রিলিজ করা হয়েছে)। এক্ষেত্রে আপনার জন্য পথ রয়েছে দুটো।
> ১। scim-avro র পুরো কোড ওপেন করাই আছে। ওটা নামিয়ে নিয়ে ৬৪বিটের জন্য কম্পাইল
> করে নিতে পারেন।
> ২। ia32libs নামে (নামটা ভুল হবার কথা না। তবু আমি যেহেতু ৬৪বিট ব্যবহার করি
> না
> তাই ছোটখাটো ভুল ক্ষমা করে দেবেন) একটা প্যাকেজ পাবেন আপনার সিস্টেমের প্যাকেজ
> ম্যানেজারে। ওইটা সকল ডিপেন্ডেন্সী সহ ইন্সটল করে নিন। তারপর ৩২ বিটের
> প্যাকেজটাকে অতি সহজেই ইন্সটল, কনফিগার ও ব্যবহার করতে পারবেন।
>
> আশা করি আপনার কাজ উদ্ধার হয়ে যাবে। প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list