[Ubuntu-BD] Facing Trouble to connect modem

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Tue Nov 29 17:41:41 UTC 2011


প্রিয় নূর

মডেমটা কে সুইচ করে দিন। বর্তমানে এটা ডাটাকার্ড রিডার হিসেবে পাচ্ছে।

১। কমান্ড লাইনে কাজটা করা যেতেই পারে, তবে আমার পরামর্শ হচ্ছে যে কম্পিউটার
লোকেশনে যাবার পর যে ডাটা কার্ড আইকন পাওয়া যাবে ওটার উপরে মাউস রাইট ক্লিক
করে ড্রাইভটা সরিয়ে ফেলার (ইজেক্ট) জন্য নির্দেশনা দিন।
২। ইনশাল্লাহ ৩০ সেকেন্ডের মাথায় নেটওয়ার্ক ম্যানেজারে New Mobile Broadband
(CDMA) Connection লেখাটা দেখতে পাবেন।
৩। ওখান থেকে নেটওয়ার্ক, অপারেটর ও ট্যারিফ প্ল্যান কনফিগার করে দিন।
৪। তারপর waps কে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সংযোগ
করবার চেষ্টা করুন।

আশা করি আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে। আর আপডেট জানাতে ভুলবেন না যেনো।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list