[Ubuntu-BD] for zoom zte ac682 connection
BABLU KISHOR
bablukishor52 at yahoo.com
Fri Nov 25 16:53:38 UTC 2011
কিছুদিন আগে জুম আল্ট্রার zte AC682 কানেকশনের জন্য সাহায্য চেয়ে মেল করেছিলাম। যে কয়টি পথের লিংক পেয়েছিলাম কোন পথেই সফল হতে পারিনি। কানেকট হওয়ার জন্য মডেমের মধ্যেই একটা zip ফা্ইল দেওয়া আছে। কিন্তু সেই ফাইলটা extract হচ্ছেনা। দয়া করে এমন কেউ কি আছেন যিনি নিজে ubuntu 10.04 -এ এই মডেলের মডেম ইনস্টল করেছেন এবং windows-এর মতোই সফলভাবে ব্যবহার করতে পারছেন? দয়া তিনি একটু আমাকে সাহায্য করুন।
More information about the ubuntu-bd
mailing list