[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন
maSnun
masnun at gmail.com
Thu Nov 24 13:07:24 UTC 2011
>
> বিষয়ের মধ্যে আমি একটি বিষয় যোগ করতে চাই। উইন্ডোজ সফটওয়্যার বনাম লিনাক্স
> সফটওয়্যার নামে একটি বিষয় থাকা উচিত। আমি যখন উইন্ডোজ ছাড়বো এবং ওপেনসোর্স
> সফটওয়্যার ব্যবাহার করা শুরু করবো তখন কোন কাজের জন্য আমি বিকল্প কোন
> সফটওয়্যার ব্যবহার করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করে সবার মাঝে বিতরন
> এবং সফটওয়্যারগুলোর কাজ দেখিয়ে দেওয়া। এটি অনেক বেশী দরকার।
>
একমত । বিকল্প দেখানো দরকার ।
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list