[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Thu Nov 24 09:56:01 UTC 2011


কিছুই করার নাই। যাই হোক বড়দের উত্তরের অপেক্ষায়।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/11/23 Sazzad Hossain <sazzadais at gmail.com>

> ভাল এবং খারাপ দুইটাই লাগল | আমার sems final exam 1-1-12 . So I cant Attend.
> আমি খুশি হতাম আসতে পারলে|
> প্রতিবারই যে কেন এমন হয়????????
>
> 2011/11/23 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>
> > আসসালামুয়ালাইকুম
> >
> > আশা করি সকলে ভালো আছেন। দেশে ধীরে ধীরে উবুন্টু এবং লিনাক্স মিন্ট
> > ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য
> অনেকেই
> > উবুন্টু এবং এর কমিউনিটি নিয়ে কিছুই জানে না। তাই চিন্তা করছি কমিউনিটিতে
> > কন্ট্রিবিউশন নিয়ে নতুন ব্যবহারকারীদের জন্য কিছু করব। আপনারা কি বলেন?
> >
> > যা চিন্তা করেছি
> >
> > মেইলিং লিস্টের ব্যবহার,
> > IRC এর ব্যবহার,
> > অনুবাদ প্রকল্পতে কাজ করার উপায়
> >
> > এই তিনটি জিনিশ মাথায় আছে। আর কিছু রাখা যায় কিনা একটু জানাবেন। আর কবে এবং
> > কোথায় করা যায় তাও জানালে খুশি হব।
> >
> > আমার ইচ্ছা আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০শে ডিসেম্বর ২০১১ ইং রোজ শুক্রবার
> > আয়োজনটি করার।
> > যেহেতু অন্যদের কাজ করা শিখাবো তাই বন্ধ জায়গায় করতে হবে। এজন্য আমার কিছু
> > জায়গা পছন্দ হয়েছে। এর মধ্যে একটি হল bdnews24 এর সেমিনার রুম। তাছাড়া কোন
> > ইউনিভার্সিটিতেও করা যায়। এ সম্পর্কে সকলের মতামত এবং সাহায্য কামনা করছি।
> >
> > ----------------------------------------------------------
> > Dedicated Linux Forum in
> > Bangladesh<
> > http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> > Thank you
> > Md Ashickur Rahman
> > 2048R/89C932E1<
> >
> http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1
> > >
> > Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> > 01611151550
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list