[Ubuntu-BD] অন্য ইউজার দ্বারা হোম ফোল্ডার এক্সেস করাবো কিভাবে?
SYeeF
syeef.ahmed at gmail.com
Wed Nov 23 18:22:31 UTC 2011
আমার আগের মেইলের পরে চার জন উত্তর দিয়েছে কিন্তু আমি কোন মেইলই পাইনাই।
অন্যান্য কোন Thread/Subject এর মেইল তো আসছে না। অথচ Archives গিয়ে দেখি নতুন
নতুন অনেক Thread/Subject মেইল হচ্ছে। আমার আগের মেইল করার আগ-পর্যন্ত সব ঠিক
ছিল। *সমস্যা সমাধানের ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে*। পারলে এর সমাধানটাও
দিয়েন।
যাই হোক একে একে উত্তর দিচ্ছি...
@*Md Ashickur Rahman Noor
*হোম ফোল্ডারে ঢোকা যায় এবং ফাইল গুলাও সব দেখা যায়। ডিফল্ট তৈরী করা
ডাইরেক্টরী যেমন: Downloads এর ভিতরের ফাইল গুলা ওপেন করা যায়। আমি যে ফোল্ডার
তৈরী করে ফাইল সংরক্ষন করেছি ঐ গুলার কিছুই করা যায় না। ফোল্ডার আইকনের উপর
ছোট্ট তালা চিহ্ন যুক্ত হয়েছে।
@*maSnun*
আমি উবুন্টু লাইভ ইউএসবি দিয়ে বুট করেছিলাম। টার্মিনাল দিয়েও চেস্টা করলাম হয়
না। :(
*@shiplu*
রুট বলতে...আমি sudo nautilus এবং sudo -i দিয়ে ট্রাই করেছিলাম হয় না। :(
--
**
ভাইরাস কে পরাজিত করি... পাইরেসীকে না বলি... এসো মুক্ত সফটওয়্যার ব্যবহার
করি...
*www <http://www.syeef.net/>**.SYeeF.
<http://www.syeef.net/>net<http://www.syeef.net/>
*
More information about the ubuntu-bd
mailing list