[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন

Kabbo Sarker kabyaa1 at gmail.com
Wed Nov 23 14:07:58 UTC 2011


On 11/23/2011 06:24 PM, Junayeed Ahnaf Nirjhor  wrote:
> স্ক্রীণকাস্ট রেকর্ড করে ইউটিউবে আপলোড করে লিঙ্ক পৌঁছে দেয়া মনে হয় সবচেয়ে ভালো আইডিয়া হবে। আমি এই ব্যাপারেও সাহায্য করতে রাজী আছি।
>
> From: maSnun<masnun at gmail.com>
> To: Ubuntu Bangladesh<ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Wednesday, November 23, 2011 at 6:08 pm
> Subject: Re: [Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন
>
> এগুলোর জন্য বন্ধ জায়গায় ওয়ার্কশপ না করে স্ক্রীনশটসহ স্টেপ বাই স্টেপ গাইড
> তৈরি করলেই বোধহয় বেশী কাজে দিবে । আপনার ওয়ার্কশপে যারা আসবে তারা তো কমবেশী
> জানেই কোথায় লিনাক্স কমিউনিটির সাথে ইন্টারএক্ট করা যায় ।
>
> গাইড তৈরি করে নতুন ব্যবহারকারীদের সিডি ডিভিডির সাথে বিনামূল্যে দেওয়া যায় ।
> এছাড়া আমরা যখন নতুন কাউকে লিনাক্সে নিয়ে আসি তাকে বুঝিয়ে দেওয়া উচিৎ কোথায়
> গেলে কিভাবে সাহায্য পাওয়া যাবে ।
>
> @ নির্ঝর:
>
> প্রোগ্রামিং ওয়ার্কশপ করতে গেলে প্রোগ্রামিং জানে এমন কারো ভলান্টিয়ার হতে হবে
> । তুমি রুবি দেখাতে চাও, ভাল লাগল । এরকম কোন আয়োজন হলে আমি অবশ্যই LAMP,
> Python আর Mono নিয়ে দেখাতে আগ্রহী ।
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com<http://masnun.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
হুম, প্রোগ্রামিং এর উপর কর্মশালা/screen casting হলে তো খুবই ভাল হয়। আমি সহমত 
দিলাম। python, ruby, shell-scripting etc শেখানো যেতে পারে। আর হ্যা, বাংলায় :)



More information about the ubuntu-bd mailing list