[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Wed Nov 23 09:34:38 UTC 2011


আসসালামুয়ালাইকুম

আশা করি সকলে ভালো আছেন। দেশে ধীরে ধীরে উবুন্টু এবং লিনাক্স মিন্ট
ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য অনেকেই
উবুন্টু এবং এর কমিউনিটি নিয়ে কিছুই জানে না। তাই চিন্তা করছি কমিউনিটিতে
কন্ট্রিবিউশন নিয়ে নতুন ব্যবহারকারীদের জন্য কিছু করব। আপনারা কি বলেন?

যা চিন্তা করেছি

মেইলিং লিস্টের ব্যবহার,
IRC এর ব্যবহার,
অনুবাদ প্রকল্পতে কাজ করার উপায়

এই তিনটি জিনিশ মাথায় আছে। আর কিছু রাখা যায় কিনা একটু জানাবেন। আর কবে এবং
কোথায় করা যায় তাও জানালে খুশি হব।

আমার ইচ্ছা আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০শে ডিসেম্বর ২০১১ ইং রোজ শুক্রবার
আয়োজনটি করার।
যেহেতু অন্যদের কাজ করা শিখাবো তাই বন্ধ জায়গায় করতে হবে। এজন্য আমার কিছু
জায়গা পছন্দ হয়েছে। এর মধ্যে একটি হল bdnews24 এর সেমিনার রুম। তাছাড়া কোন
ইউনিভার্সিটিতেও করা যায়। এ সম্পর্কে সকলের মতামত এবং সাহায্য কামনা করছি।

----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550


More information about the ubuntu-bd mailing list