[Ubuntu-BD] অন্য ইউজার দ্বারা হোম ফোল্ডার এক্সেস করাবো কিভাবে?
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Fri Nov 18 02:37:59 UTC 2011
তার পিসির হোম ফোল্ডার মনে হয় প্রকেক্টেড করা। এ ক্ষেত্রে মনে হয় কোন কিছু কাজ
করবে না।
আপনি কি হোম ডিরেক্টরিতে ঢুকতে পারছেন?
ঢুকতে পারলে কি ফাইলগুলো দেখতে পারছেন?
ফাইল দেখতে পারলি কি তা ওপেন করতে পারছেন?
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550
2011/11/18 SYeeF <syeef.ahmed at gmail.com>
> আমার পরিচিত একজন উবুন্টু ব্যবহারকারীকে নতুন উবুন্টু ১১.১০ ইন্সটল করে দেয়ার
> পর কিছু দিন ব্যবহার করার পর হঠাৎ উবুন্টু ক্রাশ করলো। পিসি অন করলে কালো
> স্ক্রিন আসে... তাতে _ (underscore) ব্লিপ করতে থাকে। কোন কমান্ডই লেখা যায়
> না। তার হোম ফোল্ডারের ডাটা উদ্ধার করার জন্য পেন-ড্রাইভ থেকে উবুন্টু লাইভ
> রান করে ঐ হোম ফোল্ডারের যাওয়া যায় কিন্তু কোন কিছু এক্সেস করা যায় না।
>
> 1. এ অবস্থায় করনীয় কি? কিভাবে ডাটা গুলা কপি করে অন্যত্র স্টোর করে রাখবো?
> 2. পুরো হোম ফোল্ডারকে কিভাবে পাবলিক এক্সেস দিয়ে রাখা যায়?
>
> --
> **
> ভাইরাস কে পরাজিত করি... পাইরেসীকে না বলি... এসো মুক্ত সফটওয়্যার ব্যবহার
> করি...
> *www <http://www.syeef.net/>**.SYeeF.
> <http://www.syeef.net/>net<http://www.syeef.net/>
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list