[Ubuntu-BD] আসুন উবুন্টু বিডি আইসি চ্যানেল কে আবার চাঙ্গা করে তুলি
Tanvir Rahman
wikitanvir at gmail.com
Tue Nov 8 15:55:48 UTC 2011
হুম, চাঙ্গা করে তোলা খারাপ কিছু নয়, তবে এর উদ্দেশ্যটা কি? বাংলাদেশের
অনলাইন কমিউনিটির মাঝে আইআরসি সচেতনতা নেই বললেই চলে। আমি প্রায় বছরখানেক ধরে
ঐ চ্যানেলটায় আইডেল আছি। কোনো সাহায্যপ্রার্থীকে দেখি না সেভাবে। হঠাৎ হঠাৎ
দুই একজন আসলেও হাই হ্যালো বলে চলে যায়। আসলে জানা মানুষ ঐ চ্যানেলে বসে
চাঙ্গা করলে আড্ডা দেওয়া ব্যতীত কিছুই হবে না। আগে মানুষকে আইআরসি সম্পর্কে
জানিয়ে, ব্যবহারবিধি সম্পর্কে খানিকটা জ্ঞান দেওয়া প্রয়োজন। তাহলে তাঁরা
উবুন্টু-বিডি-এর চেয়ে মূল উবুন্টু চ্যানেল থেকে আরও অনেক বেশি লাভবান হতে
পারবেন। উল্লেখ্য মূল উবুন্টু চ্যানেলে প্রশ্ন করে আমি কোনোদিন খালি হাতে
ফিরিনি।
ভালো থাকুন।
তানভির
More information about the ubuntu-bd
mailing list