[Ubuntu-BD] swf software for ubuntu
maSnun
masnun at gmail.com
Fri Nov 4 16:35:26 UTC 2011
এটা অনেকটা কোম্পানির উপর নির্ভর করে । ঐ ফরম্যাটের ডাটা এনকোড বা ডিকোড করতে
যে প্রযুক্তির প্রয়োজন সেটার উপরে যদি কোন বিধি নিষেধ না থাকে তবে আপনি চাইলেই
একটা সফটওয়্যার বানাতে পারেন সেটার জন্যে । বেশীরভাগ ক্ষেত্রেই এরকম বিধি
নিষেধ থাকার কথা না । আমি যে টুলটার লিংক দিলাম ওটা দিয়ে আপনি ফ্ল্যাশ ফাইল
এডিট করতে পারেন । বানাতেও পারেন ।
এমপিথ্রিও প্রোপারেটরী । সেটাও তো আমরা লিনাক্সে অহরহ ব্যবহার করছি । এটা ঠিক
না যে প্রোপারেটরী ফরম্যাট অন্য সফটওয়্যার দিয়ে বানানো যাবে না । তবে ঐ
ফরম্যাট বা স্ট্যান্ডার্ড মুক্ত না হওয়ায় কোম্পানির খেয়াল খুশির উপর নির্ভরতা
চলে আসে । যেমন মাইক্রোসফট নির্ধারন করে doc ফরম্যাট কিভাবে কাজ করবে । লিব্রে
অফিসকেও সেটা ফলো করতে হয় ।
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list