[Ubuntu-BD] Bug: Need a flag for Bengali (Bangla) Language
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Thu Nov 3 16:40:56 UTC 2011
উবুন্টু প্রচার-প্রসারের জন্য http://spreadubuntu.org নামে একটি কমিউনিটি
ডেভেলপ সাইট রয়েছে, যেখানে কমিউনিটির সদস্যরা বিভিন্ন প্রমোশনাল জিনিস
(পোস্টার, ব্রশ্যার, প্রেজেন্টেশন ইত্যাদি) শেয়ার করে। সে সাইটে ভাষা অনুযায়ী
প্রোডাক্ট আপ্লোড করার ব্যবস্থা রয়েছে। দুঃখজনকভাবে অন্যান্য ভাষার ক্ষেত্রে
ভাষার নামের পাশে সেই দেশের ফ্ল্যাগ দেখালেও বাংলা ভাষার বিভাগে কোন কিছু
আপ্লোড করলে সেটার কোন ফ্ল্যাগ দেখাতোনা। সেটা নিয়ে রিপোর্ট করা হয়েছিল, এবং
স্প্রেডউবুন্টু টিম সেটা সমাধান করে দেয়।
সহজভাবে বললে নিচের লিংকে গেলে এখন Language ফিল্ডে বাংলাদেশের পতাকা দেখা
যায়, যেটা আগে ছিলনা। এই পতাকাটিই যুক্ত করার জন্য এই বাগটি রিপোর্ট করা
হয়েছিল।
http://spreadubuntu.org/en/node/723
2011/11/3 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> আমার সম্পূর্ন বিষয়টি মাথার উপর দিয়ে গেল। কেউ কি আমাকে বিস্তারিত বুঝাবেন?
>
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
More information about the ubuntu-bd
mailing list