[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?

Md. Enzam Hossain meenzam at gmail.com
Wed Nov 2 13:02:30 UTC 2011


শুভেচ্ছা সবাইকে।
আচ্ছা কেউ কি আমার ল্যাপটপের ব্যাটারী সমস্যার একটু সমাধান দিতে পারবেন?
ব্যাটারী দিয়ে ১১.১০ তে মাত্র ১ ঘন্টা চলে যেখানে উইন্ডোজ প্রায় ৫/৫:৩০ ঘন্টা
চলে।
প্রসেসর Intel Sandy Bridge, আমি ১১.০৪ এও প্রায় ১.৫ ঘন্টা চলে, পুরানো
কার্ণেল সেটআপ দিয়েও লাভ হয় নি।
কারো কি এই সমস্যা হচ্ছে? কেউ সমাধান দিলে বড় বেশি উপকৃত হব, এই সমস্যার কারণে
লিনাক্স ব্যবহারই বাদ দিতে হয়েছে :-( ।

--Enzam

2011/11/2 maSnun <masnun at gmail.com>

> টাচ স্ক্রীন মনিটর যুক্ত কম্পিউটার এর দিন শেষ । এখন ট্যাবলেট এর সময় ।
> উবুন্টু মোবাইলেও আসতে যাচ্ছে । উইন্ডোজ এইট, আই ওস আর এন্ড্রয়েড এর সাথে
> প্রতিযোগীতায় উবুন্টু কেমন করে সেটাই দেখার বিষয় ।
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list