[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

Abhi arup281 at gmail.com
Tue May 31 05:21:50 UTC 2011


এখানে যে পরিসংখ্যান দেখানো হয়েছে সেটি লিনাক্স ব্যবহারকারীর সঠিক
নির্ণায়ক নয়, মূল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আচ্ছা আপনি কি বলতে পারবেন
বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা কত? সঠিক সংখ্যাটি বলা আসলেই
কঠিন, ঠিক সেভাবেই কেবলমাত্র সার্ভার ও কিছু ডেস্কটপের সংখ্যার উপর
ভিত্তি করে একটি আনুমানিক হিসাব এখানে দেওয়া হয়েছে যেটা কখনোই সঠিক
সংখ্যা নির্দেশ করেনা। কেন লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা কম দেখানো হয়েছে
এটির কারন আশিকূর নূর ভাই বলেছেন।
তবে বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা নির্ণয়ের তাগিদ থেকে 'লিনাক্স
ব্যবহারকারী জরিপ ২০১১' শুরু হয়েছে, প্রথমবারের মত ক্ষুদ্র পরিসরে জরিপের
কাজ শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আগামীবার থেকে আরো বৃহৎ পরিসরে এই জরিপ
চলবে। আপনি নিশ্চয় এই ব্যাপারে অবগত আছেন, বিভিন্ন ব্লগ-ফোরাম ও
সংবাদপত্রে এই সংক্রান্ত পোস্ট/নিউজ আছে। উক্ত জরিপে অংশ নিন এবং আপনার
পরিচিত লিনাক্স ব্যবহারকারীদেরকেও অংশ নিতে উৎসাহিত করুন।
লিংক এখানে- http://bit.ly/lubd11

On 5/31/11, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> ভাই লিনাক্স এর প্রায় সকল ডিস্ট্রো তার সার্ভিস সহ ফ্রি পাওয়া যায়। তাই এটি
> নিবন্ধন না করেই চালান যায়। তাই লিনাক্স ডেক্সটপ জগতের পরিসংক্ষাণে অনেক
> পিছিয়ে। আপনি যে পরিসংক্ষাণ দেখছেন তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ লিনাক্স
> ডিস্ট্রো চালায়।
>
> অন্যান্য ওএস এর পরিসংক্ষাণ বেশি হবার কারন অন্যান্য ওএস কিনে নিবন্ধন করে
> চালাতে হয়। তাই তাদের সংখ্যা বেশি মনে হয়।
>
> আশাকরি বুঝতে পেরেছেন।
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
> 2011/5/31 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
>
>> সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জিনিস ক্লিয়ার করে দেবার জন্য।
>>
>> তবে আমার প্রশ্নটার যথার্থ উত্তর এখনো পাইনি। প্রশ্নটা ছিল ""লিনাকস
>> উইন্ডোজের
>> সমান
>> সমান হতে পারবে কিনা ""। আমি এখানে ডেস্কটপের কথা বলছি। সার্ভার বা
>> গুগলফেজবুক
>> লিনাকসে চলে এগুলো জানতে চাচ্ছিনা, আমি জানতে চাচ্ছি ডেস্কটপে লিনাকসের
>> ভবিষ্যত কি
>> বলে মনে করেন? নিচের লিংকে গেলে দেখা যায় যে মাত্র ১% লোক লিনাকস ব্যবহার
>> করে। অথচ
>> কেবলমাত্র আইফোনের ব্যবহারকারীর সংখ্যাই লিনাকসের প্রায় ২ গুন।
>> http://en.wikipedia.org/wiki/Usage_share_of_operating_systems
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list