[Ubuntu-BD] "পর্যায়ক্রমে লিনাক্সে শিফট করার প্রক্রিয়া"
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Mon May 30 15:58:15 UTC 2011
ছোট্ট একটা সমস্যায় পড়লাম। কেউ কি একটু নিচের লিংকের কমেন্টটির তিন নম্বর অংশের
একটা ভালো জবাব দিতে পারবেন?
http://www.sachalayatan.com/ovroniil/39184#comment-416560
আমি একটা জবাব দিয়েছি, কিন্তু নিজের কাছেই সন্তুষ্ট হতে পারছিনা। "পর্যায়ক্রমে
লিনাক্সে শিফট করার প্রক্রিয়া" নিয়ে কখনো সেভাবে চিন্তা করিনি। এই লিস্টে তো
অনেক নতুন ব্যবহারকারী আছেন, তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতার আলোকে বেশ গুছিয়ে
সুন্দর একটা জবাব দিতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।
--
M. Adnan Quaium
https://launchpad.net/~adnan.quaium
https://wiki.ubuntu.com/maqtanim
http://adnan.quaium.com/
More information about the ubuntu-bd
mailing list