[Ubuntu-BD] নিচের পেনেলে একটিভ ইউন্ডোগুলো ড্রাগ এন্ড ড্রপ করতে পারছি না।
sagir khan
sagir42 at gmail.com
Mon May 30 13:11:07 UTC 2011
আমি গত কয়েক দিনে উবুন্টুতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করেছি সেগুলো হল
গ্রাফিক্স কার্ড ইনস্টল দিয়েছি এবং compiz config setting manager ইনস্টল করে
তা নিয়ে বেশ কয়েকবার ঘাটাঘাটি করেছি।
হঠাৎ করেই লক্ষ্য করলাম আমি নিচের পেনেলে একটিভ উইন্ডোগুলো ড্রাগ এন্ড ড্রপ
করতে পারছিনা। মাঝে একবার কি ভাবে যেন ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার একই
অবস্থা। বুঝতে পারছি না কি করবো বা কি করতে হবে?
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list