[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?
maSnun
mailbox at masnun.me
Mon May 30 09:07:53 UTC 2011
** বিজয়কে হটানোর সময় অভ্র ওপেনসোর্স ছিল না ।
** আন্তরিকভাবে ক্ষমা চাইছি
2011/5/30 maSnun <mailbox at masnun.me>
> সিয়াম ভাইকে ধন্যবাদ, আমি ভুল জানতাম । অভ্র ৫ থেকেই এটি ওপেন সোর্স ।
> https://github.com/omicronlab/Avro-Keyboard
>
> এর দুটি ফোর্কও দেখলাম ।
>
> তারপরেও বলব বিজয়ের সাথে যে তুলনা সেটির কথা । বিজয় কে হটিয়ে দিতে কিন্তু অভ্র
> ওপেনসোর্স ছিল না । তাই আমি এখনো লিনাক্সের সাথে অভ্রের তুলনা করতে চাই না ।
> তবে আশা করছি সবার কন্ট্রিবিউশনে অভ্র দিন দিন আরো ভাল করবে :)
>
> আর ভুল তথ্য পরিবেশনের জন্য অভ্র টীম সহ সকলের কাছে আন্ত্রিকভাবে ক্ষমা চাইছি
> ।
>
>
> 2011/5/30 maSnun <mailbox at masnun.me>
>
>> সিয়াম ভাই, আমি যতদূর জানি অভ্রের সোর্সকোড উন্মুক্ত না । লিনাক্সের জন্য
>> scim বেইজড যেটা আছে সেটার সোর্স উন্মুক্ত বলেই জানি, কিন্তু উইন্ডোজের জন্য কি
>> উন্মুক্ত?
>>
>> আমার জানায় ভূল থাকতে পারে । যদি উন্মুক্ত হয় দয়া করে সোর্সের লিঙ্কটা দিবেন
>> । ভুল বলে থাকলে দুঃখ প্রকাশ করছি ।
>>
>>
>> 2011/5/30 Tanbin Islam Siyam <potasiyam at gmail.com>
>>
>>> অফটপিক: মাসনুন, অভ্রকে কি কি কারণে আপনার ওপেন সোর্স মনে হয় না?
>>>
>>> 2011/5/30 maSnun <mailbox at masnun.me>
>>>
>>> > 2011/5/30 sagir khan <sagir42 at gmail.com>
>>> >
>>> > > অফটপকি প্রশ্নগুলো কেন আনলেন বুঝলাম না? মনে হচ্ছে লিনাক্সককে বাজে
>>> প্রমাণ
>>> > > করেই
>>> > > ছারবেন।
>>> > >
>>> >
>>> > আমার আগের রেপ্লাইগুলো দেখে কি মনে হয়েছে আমি লিনাক্সকে বাজে প্রমাণ করার
>>> > চেষ্টা করছি ? আমার ব্লগে গেলেই বুঝবেন আমি কোন অপারেটিং সিস্টেম এর গুন
>>> গান
>>> > করে থাকি ।
>>> >
>>> >
>>> > >
>>> > > আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। জুনে মাস্টার্স দিবো. ..
>>> > >
>>> >
>>> > আপনার বইগুলো কি জেনুইন নাকি ঢাকায় ফটোকপি করা?
>>> >
>>> >
>>> >
>>> > >
>>> > > শুনেন যদি ভালতে সমর্থন করতে না পারেন ভাল কথা দয়া করে তাকে খারাপ
>>> বানানোর
>>> > > চেষ্টা থেকে বিরত থাকার চেস্টা করবেন. . .
>>> > >
>>> >
>>> > জ্বী, আপনার উপদেশের জন্য ধন্যবাদ । আপনাকে ছোট্ট একটা পরামর্শ দেই - আগে
>>> কারো
>>> > সম্পর্ক জানুন, বুঝুন তারপর তাকে উপদেশ দিন ।
>>> >
>>> > যে কোন জিনিসেরই ভাল মন্দ থাকে । অন্ধভাবে কোন কিছুর গুনগান গাওয়া ভাল না
>>> ।
>>> > লিনাক্সের প্রচারের সময় এর সমস্যাগুলোও তুলে ধরা উচিত যাতে খুব বেশী
>>> উচ্চাশা
>>> > তৈরি না হয় । আমরা অনেকেই লিনাক্সকে এমনভাবে তুলে ধরি যাতে ব্যবহারকারীর
>>> কাছে
>>> > মনে হয় লিনাক্স না জানি কি, এরপর যখন সে দেখে তার অনেক কিছুই কাজ করে না
>>> তখন
>>> > সে
>>> > পথভ্রষ্ট হয়, লিনাক্সের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আমাদের উচিত সবাইকে
>>> বুঝিয়ে
>>> > বলা
>>> > লিনাক্সের কি কি অসুবিধা আছে, সেগুলো কেন আছে ।
>>> >
>>> > আর আমার অফটপিক প্রশ্নের মূল কারণ আপনার "চোর" বিষয়ক কথকতা । আমরা যেখানে
>>> > জ্ঞান
>>> > অর্জন করি ফটোকপি বই পড়ে সেখানে মাঝে মাঝে নিজের কাছেই কেমন যেন লাগে
>>> অন্যকে
>>> > চোর বলতে ।
>>> >
>>> > তবে আপনার আদর্শকে আমি সম্মান করি । সাধুবাদ জানাই ঐ পাইরেটেড জিনিসগুলো
>>> মুছে
>>> > ফেলার জন্য ।
>>> >
>>> >
>>> >
>>> >
>>> >
>>> > >
>>> > > ৩০ মে, ২০১১ ১:৪২ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>>> > >
>>> > > > >
>>> > > > > ভাই আমি লিনাক্স ব্যবহার করি কারন এটি আমাকে চুরি করতে শেখায় না। আর
>>> > > তাছাড়া
>>> > > > > বার
>>> > > > > বার ভাইরাসে টিকা নেওয়ার মত এত ধৈর্য আমার নেই।
>>> > > > >
>>> > > >
>>> > > > ভাই এখানে একটা অফটপিক প্রশ্ন আছে, আপনি কি বিদেশী মুভি দেখেন? বিদেশী
>>> গান
>>> > > > শোনেন? কোন বাংলাদেশী ভার্সিটিতে লেখা পড়া করেছেন ?
>>> > > >
>>> > > > --
>>> > > > ***Abu Ashraf Masnun | Web Application Engineer |
>>> http://masnun.com**
>>> > > > *
>>> > > > --
>>> > > > Ubuntu Bangladesh
>>> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> > > >
>>> > >
>>> > >
>>> > >
>>> > > --
>>> > > ধন্যবাদ
>>> > > সগীর হোসাইন খান
>>> > > _______________________________________________________________
>>> > > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
>>> ✽ ✽
>>> > ✽
>>> > > _______________________________________________________________
>>> > > --
>>> > > Ubuntu Bangladesh
>>> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> > >
>>> >
>>> >
>>> >
>>> > --
>>> > ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
>>> > *
>>> > --
>>> > Ubuntu Bangladesh
>>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>> >
>>>
>>>
>>>
>>> --
>>> Tanbin Islam Siyam
>>> potasiyam.wordpress.com
>>> potasiyam.deviantart.com
>>> --
>>> Ubuntu Bangladesh
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>>
>>
>>
>> --
>> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
>> *
>>
>
>
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
>
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list