[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Mon May 30 06:38:39 UTC 2011


অভি ভাই যা বলেছেন, আমিও তাই বলছি। আমরা কোন টাকা পয়সা পাই না। অনেক সময়
নিজেদের পকেট থেকেই দিয়ে দেই। আমার বন্ধুরা কেউ চাইলে নিজ খরচে বার্ন করে দিয়ে
দেই।

লিনাক্স সবার জন্য উন্মুক্ত। আপনি যেভাবে পারেন সংগ্রহ করতে পারবেন, যেভাবে
খুশি বিতরণ করতে পারবেন। যে কেউ এটা নিয়ে ব্যবসা করতে পারবেন, বিনামূল্যে বিতরণ
করতে পারবেন।

যেহেতু আমরা অফিসিয়ালি কোন ফান্ডিং পাই না, "বন্টু-মিন্টুর আড্ডা" অনুষ্ঠানে এত
মানুষকে বিনামূল্যে ডিস্ক দেয়া সম্ভব ছিল না। তাছাড়া, সিডি লেবেলিং, বুকলেট
প্রিন্ট করারও একটা খরচ ছিল। শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য ব্যানার বানানোর
খরচও নিজেদের বহন করতে হয়েছে। গ্রামীণফোন, ক্যানোনিক্যাল কেউই তো স্পন্সর ছিল
না। আমাদের আবেগ, ভালোবাসাই আমাদের শক্তি। ভালোবাসার বশেই লিনাক্সের জন্য আমরা
এত কষ্ট করি।

আশা করি, আপনি আমার কথা বুঝতে পেরেছেন।


2011/5/30 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>

> আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল
> http://www.sachalayatan.com/ovroniil/39184  সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ
> নামে
> একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও
> নাকি
> একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা
> দেবার
> অবস্থা নাকি লিনাক্সের নাই।
>
> আপনাদের কি মনে হয়? সামনেও কি এই অবস্তা থাকবে?
>
> আরেকটা প্রশ্ন ছিল সবার কাছে। আশা করি রাগ করবেননা। আপনারা যে লিনাকস বা
> উবন্টু
> নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি? আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে
> বেতন
> বা সম্মানি পান? একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি
> কিনেছিলাম। একটা ফ্রি জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে
> সেটা কি
> লিনাকস বা  উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর
> আপনাদের
> কাছে থাকে কতটুকু?  আপনারা এসব প্রচার করে আর কি কি ভাবে লাভবান হন?
>
> আশকরি সবাই আমার প্রশ্নগুলোকে বাকা কিছু হিসেবে দেখবেননা। অনেকদিন ধরেই
> প্রশ্নগুলো
> মনে হচ্ছিল, তাই জিগ্গেস করে ফেললাম।
>
> সবাইকে ধন্যবাদ।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম<
http://forums.linuxdesh.com/>


More information about the ubuntu-bd mailing list