[Ubuntu-BD] Compiz Config Setting করতে গিয়ে টাইটেল বার চলে গিয়েছে।

sagir khan sagir42 at gmail.com
Sat May 28 17:41:07 UTC 2011


২৮ মে, ২০১১ ৯:৩০ pm এ তে, Abhi <arup281 at gmail.com> লিখেছে:

> আপনি alt+F2 দিয়ে লিখুন-
> compiz --replace
> এবার দেখুন তো টাইটেলবার ঠিক হয় কি না।
>
> না ভাই সেই একই অবস্থা।


> On 5/28/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> > Compiz Config Setting এ মূলত 3ডি ডেস্কটপ সেটিং করতে গিয়েছিলাম। এক ওয়ার্ক
> > স্পেস থেকে আরেক ওয়ার্ক স্পেসে যেতে ৩ডি ভিউ দেখাবে। কিন্তু সেটিং করতে গিয়ে
> কি
> > দিয়ে কি করলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার সব উইন্ডোগুলোর টাইটেল বার নেই। তাই
> > উইন্ডোগুলো সরাসরি ক্রস করা যাচ্ছে না। নিচের পেনেলে রাইট বাটন ক্লিক করে
> ক্লোজ
> > করতে হচ্ছে। এর সাথে আরেকটি সমস্যা হল কি বোর্ডের print screen এ ক্লিক করে
> বা
> > accessories-take screenshot নেওয়া যাচ্ছে না। তাই আমার উইন্ডোগুলোর কি
> অবস্থা
> > তা আপনাদের দেখাতে পারলাম না।
> >
> > এই সমস্যা থেকে মুক্ত হবো কি করে?
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list