[Ubuntu-BD] Fedora থেকে .rpm কপি করে উবুন্টুতে নেয়া

Fazle Rabbi mailme42 at gmail.com
Sat May 28 03:05:11 UTC 2011


আসলে উবুন্টুতে Latex ব্যবহার করতে চাচ্ছি, texlive 218 MB!!! আর Kile
755MB!!! সুতরাং download করে নিতে গেলে খবর হয়ে যাবে।
Scientific Linux এ Kile DVD এর মধ্যে দেয়া থাকে। তাই ভাবছিলাম কোনভাবে
.rpm ফাইলগুলোকে .deb এ নিয়ে Latex টা উবুন্টুতে ব্যবহার করতে চাচ্ছিলাম।

আমি আসলে DVD থেকে .rpm কপি করে নিতে চাচ্ছি, নেট থেকে ডাউনলোড করে নিতে
নয়। এটা কিভাবে করতে পারি??

2011/5/28 Abhi <arup281 at gmail.com>:
> আপনি কি ফেডোরার rpm প্যাকেজগুলোকে উবুন্টুতে এলিয়েন দিয়ে কনভার্ট করে নিতে
> চাচ্ছেন? সেরকম হলে ঐসব প্যাকেজের ডেবিয়ান বিল্ড (.deb) ব্যবহার করায় কি ভালো
> নয়?
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> 2011/5/28 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>
>> হুম করা যাবে যদি ফেডোরার অল্টারনেট ডিভিডি হয়। .rpm লিখে সার্চ দিন। পেয়ে
>> যবেন। কিন্তু উবুন্টুতে rpm ফাইল করবেন কী?
>> ----------------------------------------------------------
>> Dedicated Linux Forum in
>> Bangladesh<
>> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
>> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
>> Thank you
>> Md Ashickur Rahman
>>
>>
>>
>>
>> 2011/5/28 Fazle Rabbi <mailme42 at gmail.com>
>>
>> > Fedora  এর ডিভিডি থেকে কোন সফটওয়্যার এর .rpm ফাইলকে আলাদা ভাবে কপি করে
>> > নেবার কোন উপায় আছে কি? কেউ কি একটু সাহায্য করতে পারবেন?
>> >
>> > --
>> > উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
>> > http://ubuntulibrary.wordpress.com/
>> >
>> > আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
>> > এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list