[Ubuntu-BD] (no subject)

Abdur Rahim Khandker karahim at gmail.com
Fri May 27 14:09:52 UTC 2011


আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ধানমন্ডি ১৯ নং (পুরাতন) এ থাকি (নাজ-ই-নূর
হাসপাতাল থেকে পশ্চিম দিকে সামান্য ভিতরে)। কেউ আসলে খুবই খুশী হব, তবে একটা কল
দিয়ে আসলে ভাল হয় (মোবাইলঃ ০১৯১৪২৬১৬৩২) । আবারও ধন্যবাদ।

2011/5/27 Arif Uddin <arifrhb at gmail.com>

> Dear Arafat Rahman,
>
> আপনি উত্তরায় কোথায় থাকেন? যদিও আমি বানানীতে প্রতি সপ্তাহে ৬ দিন সকাল হতে
> বিকাল পর্যন্ত থাকি। উত্তরায় ৭ এ সপ্তাহে ২ থেকে ৩ দিন যাই।
>
> *---
> Md. Arif Uddin *
> Dhaka, Bangladesh
> Mobile: +88 017 15 865458
> E-mail: arifrhb at gmail.com
> http://www.sobkichu.com
> http://www.ankursoftbd.com/arif
>
>
> 2011/5/27 Arafat Rahman <opurahman at gmail.com>
>
> > প্রিয় আব্দুর রহিম খন্দকার,
> > আপনার অবস্থান সম্পর্কে ধারণা দিন। আমার মনে হয় আপনার আশে পাশে অনেকের কাছেই
> > উবুন্টু ইন্সটলার সিডি থাকতে পারে। আর ইন্টারনেট লাইন ভাল থাকলে আপনিই
> ডাউনলোড
> > করে নিতে পারেন।
> >
> > আমার কাছে উবুন্টু ১১.০৪ ভার্সনের ইমেজ ফাইল আছে, পেন ড্রাইভে নিয়ে সিডি
> রাইট
> > করে নিতে পারেন। অথবা সিডি রাইট করেও নিতে পারেন। আমি উত্তরায় থাকি।
> ধানমন্ডি
> > ২৭ (পুরাতন) এ যাই সপ্তাহে ৩-৪ দিন।
> >
> > *Arafat Rahman*
> > Web Application Developer, SolutionArena.com <
> http://www.solutionarena.com
> > >
> > http://arafatbd.net
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list