[Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

sagir khan sagir42 at gmail.com
Thu May 26 13:03:08 UTC 2011


আদনান ভাই-
আর সহজে উবুন্টু ছাড়ছি না। উবুন্টু একটি আদর্শ। আর আদর্শ যে বুঝে ফেলে সে কখনোই
তা ছাড়েনা।
আমি উবুন্টু টুইকও ব্যবহার করছি।  ব্লিচবিটের কাজ কি উবুন্টু টুইকে হয়ে যায়?
যেমন ব্রাউজার ক্লিন করার জন্য কোন অপশন কি উবুন্টু টুইকে আছে?

২৬ মে, ২০১১ ৫:২১ pm এ তে, Abhi <arup281 at gmail.com> লিখেছে:

> @সগীর ভাই,
> লিফোতে bleachbit নিয়ে পোস্টখানা আমারই ছিল (অরণ্যচারী নিক), রিংদা
> যেগুলো বলেছেন যেমন- ক্যাশ, প্লেসেস ইত্যাদি টিক দিবেন না (যদি না আপনি
> ব্রাউজারের কিছু রাখতে না চান), এছাড়া system এ দেখবেন কিছু অপশন টিক
> দেওয়ার সময় ওয়ার্নিং দেখাচ্ছে, ওগুলোও টিক দেওয়ার দরকার নেই, cancel করে
> দিবেন। আর যথাসম্ভব রুট হিসাবে রান না করে ইউজার হিসাবে এটা রান করাবেন।
>
> On 5/26/11, Aniruddha Adhikary <aniruddha at adhikary.net> wrote:
> > একি! আদনান ভাই, অনেক দিন পরে আসলেন। আপনার তো মাঝখানে খোঁজখবর ছিল না।
> > ছিলেন কোথায়?
> >
> > 2011/5/26 M. Adnan Quaium <adnan.quaium at ubuntu-bd.org>:
> >> সগির ভাই,
> >>
> >> অন্যদের কথায় কিছু মনে করবেননা। আপনি যে কত ঝামেলা করার পরও উবুন্টু শিখছেন
> >> সেটা অন্যরা জানেনা কিন্তু আমি তো জানি! নিজের ব্যস্ততার অযুহাতে আপনাকে
> ঠিক
> >> ঠাক ভাবে সাহায্য করতে পারতামনা বলে খুবই খারাপ লাগতো। অনেকদিন ব্যবহার না
> >> করলে
> >> অনভ্যস্ততায় অনেক কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক, এতে লজ্জা পাবার কিছু নেই।
> তবে
> >> এটা নিয়ে কাউকে খোঁচা দেয়াটা নিতান্ত অন্যায় বলে মনে করি আমি। আশা করি দুঃখ
> >> ভুলে গিয়ে আমাদের সাথেই থাকবেন।
> >>
> >> যাই হোক, আমি ব্লিচবিটের চেয়ে "উবুন্টু টুইক" (Ubuntu Tweak) পছন্দ করি এবং
> >> সবাইকে সাজেস্ট করি। এটাতে মোছামুছি (এবং আরো অন্যান্য কাজ) করা অনেক সহজ।
> >> প্রয়োজনীয় কোন কিছু 'ভুল' করে ডিলিট হয়ে যাবার কোন সম্ভাবনা থাকেনা। সবচেয়ে
> >> বড়
> >> কথা এটার ইন্টারফেস খুব সহজ যার ফলে অনেক মাস পর ব্যবহার করতে বসলেও, কোথায়
> >> ক্লিক করতে হবে তা নিয়ে মাথা চুলকাতে হয়না। :)
> >>
> >> --
> >> M. Adnan Quaium
> >> https://launchpad.net/~adnan.quaium
> >> https://wiki.ubuntu.com/maqtanim
> >> http://adnan.quaium.com/
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> >
> > --
> > বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত
> > ফোরাম<http://forums.linuxdesh.com/>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list