[Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

sagir khan sagir42 at gmail.com
Wed May 25 17:28:18 UTC 2011


bleachbit ইন্সটল করলাম। এর আগের বার করেছিলাম লিফো থেকে। সেখানে লিখা ছিল কি
কি অপশান ক্লিন করলে সমস্যা হবে। সেগুলো থেকে টিক উঠিয়ে রাখতাম। ঐ যে প্রথমে
একবার করেছিলাম তার পর আর চেয়ে দেখিনি। যখন দরকার হত শুধু ক্লিনে ক্লিক করতাম।
কিন্তু এখন bleachbit চালাতে গিয়ে পরলাম সমস্যায়। ক্রমের কি কি করবো আর কোনটা
করবো না, মজিলার কোনটা করলে বুকমার্কগুলো চলে যাবে, সোয়াপের কোনটা করবোনা এই
বিষয়গুলো মনে পড়ছে না।
গত এক মাস যাবত উবুন্টুকে ঝাড়ু দেওয়া হয় না।
কোন দয়াবান ভাই/বোন/বিশেষজ্ঞ/মানুষ/উবুন্টু ব্যবহারকরী এই এই সমস্যাগ্রস্থ
মানুষটিকে সহযোগীতা করতেন তাহলে একমাস পর উবুন্টুটা একটু ঝাড়ু দিতে পারতাম।

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list