[Ubuntu-BD] উপদেশ আবশ্যক!

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Mon May 23 06:41:10 UTC 2011


(মেইলিং লিস্টে প্রথম কোন টপিক মেইল শুরু করতে যাচ্ছি।)
আসসালামু আলাইকুম,
আপনি হয়তবা "লিনাক্স বাংলাদেশ সম্প্রদায়"<http://www.linuxdesh.com> এর
নাম (কিংবা দুর্নাম) শুনে থাকতে পারেন। শুনেছেন, দেখেছেন নাকি পড়েছেন
সেটা মূল কথা নয়। আসল কথা হল, এ সাইটটির হোমপেজে কি কন্টেন্ট রাখা যায়।
শুরুতে একটা ডামি পোস্ট দিয়ে রেখেছি, কিন্তু আসল কন্টেন্ট কিছুই রাখা হয়
নি। হোমে কি কি কন্টেন্ট দিব, কি ধরণের পোস্ট করলে নতুন ও পুরাতন
ব্যবহারকারীদের সুবিধা হয়, ইত্যাদি বিষয়ক উপদেশ আবশ্যক।
অতএব, আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য কয়েক কিলোবাইট ব্যান্ডউইথ,
কয়েক ওয়াট বিদ্যুৎ এবং কয়েক ক্যালোরি শক্তির অপচয় করতে জনাবের যেন সদয়
মর্জি হয়।

অনিরুদ্ধ অধিকারী,
প্রযুক্তিগত তত্ত্বাবধায়ক,
লিনাক্স বাংলাদেশ সম্প্রদায়



-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত
ফোরাম<http://forums.linuxdesh.com/>


More information about the ubuntu-bd mailing list