[Ubuntu-BD] FYI: উইকি থেকে অনুবাদ করলাম - পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করে

Miah M. Hussainuzzaman mmhzaman at gmail.com
Sat May 21 03:34:51 UTC 2011


আদনানকে ধন্যবাদ।

আশা করি এটার মানোন্নয়নের জন্য লিনাক্স ব্যবহারকারী উইকিপিডিয়ানরা উৎসাহ সহকারে
এগিয়ে আসবে।

http://en.wikipedia.org/wiki/Linux_adoption এর নিচে সাইটেশনে ভরা। আমি অনুবাদ
করেছি #Types_of_adopters টুকু। তবে ব্রাজিলের সাইটেশন ধরে সেটা থেকে আরো দুই
লাইন তথ্য যোগ করেছি। এছাড়া ফিলিপিনসের স্কুলের তথ্যতে মূল রেফারেন্স থেকে
অতিরিক্ত তথ্য লাগিয়েছি। ইংরেজি আর্টিকেলটা পড়ে একটা একটা করে সাইটেশন এবং লিংক
বাংলা অর্টিকেলে যোগ করা যেতে পারে।

সামনে এটাকে প্রতিদিন ১০ মিনিট করে সময় দিলেই বাংলার উইকি আর্টিকেলটা জাতে উঠে
আসবে।

2011/5/21 M. Adnan Quaium <adnan.quaium at linux.org.bd>

> নিচের লিংকটিতে কপি-পেস্ট করলাম। ফর্ম্যাটিং ঠিক হয়নি। আরো সাইটেশন দরকার।
> যারা
> উইকিতে কাজ করে অভ্যস্ত, তারা এটা ভাল বুঝবেন।
>
>
> http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80
>
>
>
> --
> M. Adnan Quaium
>
> URL: http://adnan.quaium.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>

অট -- লিনাক্স আড্ডায় মিস করলাম তোমাকে।

-- শামীম
Mobile phone: +8801731 216 486
Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>


More information about the ubuntu-bd mailing list