[Ubuntu-BD] নতুন ল্যাপটপ

Abhi arup281 at gmail.com
Thu May 19 05:20:45 UTC 2011


আমিও নতুন ল্যাপি কিনেছি গত মাসে, তোশিবা ব্রান্ডের (AMD প্রসেসর)।
উবুন্টু দারুন চলছে, ১১.০৪ চালাচ্ছি। সবকিছুই ঠিক-ঠাক কাজ করছে, আপনি
উবুন্টু কম্প্যাটিবল ল্যাপির জন্য নিচের লিংকে দেখে নিতে পারেন-
http://www.ubuntu.com/certification/
এছাড়া এই লিংকেও দেখুন-
http://www.linux-laptop.net/

On 5/19/11, Arif Uddin <arifrhb at gmail.com> wrote:
> আমি ডেল এর কথা বলতে পারি। আমারটাও ডেল। খুব ভাল কাজ করে। এটাতে আমি ৮.০৪ হতে
> ব্যবহার করছি। কোন ঝামেলা করেনি এখনও। আমারটার মডেল অনেক পুরাতন, Dell Latitute
> D630.
>
> অন্য ব্রান্ড এর কথা ঠিক বলতে পারবো না।
>
> আরিফ ঊদ্দিন।
>
> -----Original Message-----
> From: ubuntu-bd-bounces at lists.ubuntu.com
> [mailto:ubuntu-bd-bounces at lists.ubuntu.com] On Behalf Of zia mohi
> Sent: Wednesday, May 18, 2011 11:42 PM
> To: Ubuntu Bangladesh
> Subject: [Ubuntu-BD] নতুন ল্যাপটপ
>
> প্রিয় সবাই,
> আমি নতুন ল্যাপটপ কিনব I  কিন্তু কোনটা কিনলে উবুন্টুর সাথে পুরোপুরি
> কম্প্যাটিবল হবে জানালে উপকৃত হব I যেটার ব্লুটুথ এবং ওয়াই-ফাই হার্ডওয়্যার
> উবুন্টুর সাথে কনফ্লিক্ট করবেনা I
>
> ইতি,
> জিয়া
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list