[Ubuntu-BD] XAMPP ব্যবহার করবো কি করে?

sagir khan sagir42 at gmail.com
Wed May 18 17:36:24 UTC 2011


যারা যারা আমাকে সহযোগীতা করার জন্য একখন ধরে অনন্ত চেস্টা করে গিয়েছেন তাদের
সবাইকে অান্তরিক ধন্যবাদ। গত কয়েকদিন যাবত এত এত সমস্যা নিয়ে আপনাদের সামনে
এসেছিযে আরো প্রশ্ন করতে কেমন যেন লজ্জা লাগছে। কিন্তু না করেও পারছি না। কারন
সমাধান না পেলে উবন্টু চালাবো কি করে?

XAMPP/LAMPP, JOOMLA নিয়ে আরো কিছু নিয়ে আরো কিছু প্রশ্ন আছে। নিজে একটু চেস্টা
করে দেখি। না পারলে এর পর আবার আপনাদের বিরক্ত করতে হাজির হব।

১৮ মে, ২০১১ ১১:১৬ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:

> জি অবশেষে আমি phpmyadmin এ প্রবেশ করতে পেরেছি।
>
> ১৮ মে, ২০১১ ১১:১৪ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
>
> কারিগরী সমস্যার কারণে মাসনুন ভাইয়ের মেইল লিস্টে পৌঁছুচ্ছে না। তিনি সগীরের
>> জন্য একটি সমাধান দিয়েছেন। মেইলিং লিস্টের সমস্যার জন্য সমাধানটি আমাকে
>> পাঠিয়ে
>> পোস্ট করতে অনুরোধ করেছেন।
>>
>> ---------- Forwarded message ----------
>> From: maSnun <masnun at gmail.com>
>> Date: 2011/5/18
>> Subject: Re: [Ubuntu-BD] XAMPP ব্যবহার করবো কি করে?
>> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
>>
>>
>> To answer on topic, Sagir bro has installed LAMP server (lamp-server).
>> Everything looks okay, to activate phpmyadmin, first install phpmyadmin
>> package:
>>
>>
>> sudo apt-get install phpmyadmin
>>
>> I think he has done that already. Now you need to copy the apache.conf
>> file
>> from the phpmyadmin directory to apache's conf.d directory. Do this:
>>
>> sudo cp /etc/phpmyadmin/apache.conf /etc/apache2/conf.d/
>> phpmyadmin.conf
>>
>>
>> Now restart apache:
>>
>> sudo /etc/init.d/apache2 restart
>>
>>
>> Thats what always worked for me. Give it a try and let us know :)
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
>
>


-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list