[Ubuntu-BD] XAMPP ব্যবহার করবো কি করে?

Md. Enzam Hossain meenzam at gmail.com
Wed May 18 16:42:24 UTC 2011


আপনার lampp ঠিক মতই ইনস্টল করা আছে, শুধু Apache PhpMyAdmin কে পাচ্ছে না।
একবার নিচের কাজটি করে দেখতে পারেন।

> gksudo gedit /etc/apache2/apache2.conf
>
ফাইলটি ওপেন হলে শেষে এই লাইনটি যোগ করুন :

> Include /etc/phpmyadmin/apache.conf
>

তারপর সেইভ করুন। এবার apache রিস্টার্ট দিন

> sudo /etc/init.d/apache2 restart
>

এবার http://localhost/phpmyadmin এ যাওয়ার চেষ্টা করুন।

--Enzam


2011/5/18 Shabab Mustafa <shabab at linux.org.bd>
>
> আপনি প্রথমে ডাউনলোড করে প্যাকেজ রাখলেন আপনার নিজের হোম ডিরেক্টরিতে। sudo
-i
> দিয়ে যখন রুট এক্সেস নিচ্ছেন সেটার ওয়ার্কিং ডিরেক্টরি /home/<user>/ এর বদলে
> /root/ হয়ে যাচ্ছে। সেখানে আপনি tar.gz প্যাকেজটা পাচ্ছেন কি করে?
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list