[Ubuntu-BD] Chromium এ বাংলা সমস্যা

Abhi arup281 at gmail.com
Mon May 16 18:56:09 UTC 2011


@সগীর ভাই,
আপনাকে একটি কথা বলা হয় নাই, সারিমের বানানো pyfontfixer পাইথনের পুরানো
ভার্সনে কাজ করে, আপনি উবুন্টু ১১.০৪ ইউজ করায় এটি কাজ করছে না (মানে
চালু হচ্ছে না), আপনি টার্মিনালে লিখুন-
pyfontfixer
এতে একটি লাইন সংক্রান্ত এরর দিবে, উক্ত লাইনটি রিমুভ করে দিন এভাবে-
sudo rm <line>
এবার সিনাপ্টিক থেকে ইন্সটল করে নিন python-beautifulsoap এর লেটেস্ট
ভার্সন, এবার pyfontfixer মেনু থেকে চালু করুন, এবার কাজ হবে। এটি দিয়ে
সিস্টেমের বাংলা ফন্ট ফিক্স করে নিন :)

** আমারো উবুন্টু ১১.০৪ এ একই সমস্যা হচ্ছিলো, উপরোক্ত সমাধানটি সারিমের
সাথে চ্যাটে কথা বলে পেয়েছি।

On 5/16/11, Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com> wrote:
> আপনার ব্রাউজারের ফন্ট সিলেকশন ঠিক করে নিলে এটা ঠিক হয়ে যাবে বলে মনে হয়।
> proportional, serif, sans-serif, monospace -- এই সবগুলো ফন্টেই সোলাইমানি
> লিপি দিয়ে দেখেনতো ঠিক দেখায় কি না ...
>
> 2011/5/16 sagir khan <sagir42 at gmail.com>
>
>> বক্স বক্স আসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এক স্থানে সমস্যা রয়ে গিয়েছে।
>> সামহ্যোয়ার ইন ব্লগের মন্তব্যের ঘরে লিখা গুলো আলাদা আলাদা আসে। এই সমস্যার
>> সমাধান করা যাচ্ছে না।
>>
>> - শামীম
> Mobile phone: +8801731 216 486
> Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
> প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
> ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
> সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list