[Ubuntu-BD] Chromium এ বাংলা সমস্যা

Tanbin Islam Siyam potasiyam at gmail.com
Sat May 14 21:28:17 UTC 2011


কিছু স্ক্রিনশট দিতে পারেন? অন্য ফন্ট ব্যবহার করে দেখুন সমস্যা হয় কিনা।

2011/5/15 sagir khan <sagir42 at gmail.com>

> ইউনিকোড ফন্ট হিসেবে Siyam Rumapi ঠিক করে দিলাম। কিন্তু তার পরও বাংলা ফন্ট
> সমস্যা করছে। বাংলা ফন্ট তুলনামূলক ভাবে ইংরেজী ফন্টের চাইতে ছোট দেখাচ্ছে।
> আবার একই পাতার কিছু কিছু শব্দ দেখাচ্ছে না।
> সামহোয়্যার ইন ব্লগের সমস্যা হচ্ছে। ফন্ট দেখা যাচ্ছে না। আবার দেখা গেলেও
> অনেক
> ছোট আর চিকন দেখাচ্ছে।
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Tanbin Islam Siyam
potasiyam.wordpress.com
potasiyam.deviantart.com


More information about the ubuntu-bd mailing list