[Ubuntu-BD] ইমেজ রিসাইজ

Abhi arup281 at gmail.com
Thu May 12 20:21:50 UTC 2011


আপনি এখন উবুন্টু ১০.০৪ এ আছেন? বাংলাদেশের (bd.archieve) সার্ভারটি
প্রায়ই এধরনের সমস্যা করে (যেটির মূল লোকেশন ইংল্যান্ডে), আপনি এধরনের
রিপো ডাউন সমস্যা এড়াতে main server অথবা বাংলাদেশের ispros এর মিরর
ব্যবহার করতে পারেন রিপো সার্ভার হিসাবে, উবুন্টু ১১.০৪ থেকে দেখলাম
বাংলাদেশের সার্ভার হিসাবে আর এটি দেওয়া নেই, ispros এর মিররটি দেওয়া
আছে। ispros এর মিররটির মান বেশ ভালো, আপনি সেটি সেট করে দেখতে পারেন
উবুন্টু ১০.০৪ এ, আমি লুসিডে রিপো হিসাবে ঐটিই ব্যবহার করতাম, এটি
উবুন্টু ১০.০৪ এ সেটআপ পদ্ধতি নিয়ে লিফোতে শামীম ভাই আর সারিমের একটি
পোস্ট ছিলো, কারো কাছে সেটি এখন আছে কি?

On 5/13/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> ঠিক আছে করছি।
>
> ১৩ মে, ২০১১ ১২:৫৯ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
>
>> রিপো সার্ভারের সমস্যা। কিছুক্ষণ পর আমার ট্রাই করুন।
>> ---
>> Shabab Mustafa
>> Liaison Person
>> Ubuntu Bangladesh
>> https://wiki.ubuntu.com/Shabab
>>
>>
>> 2011/5/13 sagir khan <sagir42 at gmail.com>
>>
>> > ইনস্টল করলাম। কিন্তু শেষে কিছু মেসেজ আসলো যেগুলোর মানে বুঝতে পারছি না।
>> > দেখুনতো আপনারা বুঝতে পারেন কিনা?
>> > Err http://bd.archive.ubuntu.com/ubuntu/ natty/universe
>> > nautilus-image-converter i386 0.3.0-3ubuntu2
>> >  Something wicked happened resolving 'bd.archive.ubuntu.com:http' (-5 -
>> No
>> > address associated with hostname)
>> > Failed to fetch
>> >
>> >
>> http://bd.archive.ubuntu.com/ubuntu/pool/universe/n/nautilus-image-converter/nautilus-image-converter_0.3.0-3ubuntu2_i386.deb
>> > Something wicked happened resolving 'bd.archive.ubuntu.com:http' (-5 -
>> No
>> > address associated with hostname)
>> > E: Unable to fetch some archives, maybe run apt-get update or try with
>> > --fix-missing?
>> >
>> >
>> > ১৩ মে, ২০১১ ১২:২০ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
>> >
>> > > > আপনি সিন্যাপটিক থেকে nautilus-image-converter টা ইনস্টল করে নিয়ে
>> লগঅাউট
>> > > করে
>> > > > লগইন করুন।
>> > > >
>> > >
>> > > লগআউট করারও প্রয়োজন নেই। Alt + F2 চেপে বক্সে 'nautilus -q' লিখে এন্টার
>> > > চাপুন। nautilus বন্ধ হয়ে যাবে। এবার আবার Places মেনু থেকে কোন একটা
>> > ড্রাইভে
>> > > ঢুকুন। nautilus আবার চালু হবে। ব্যস, হয়ে গেল নটিলাস রিস্টার্ট। শুধু
>> > নটিলাস
>> > > রিস্টার্টের জন্য পুরো সেশন রিস্টার্ট করার প্রয়োজন নেই।
>> > >
>> > > ---
>> > > Shabab Mustafa
>> > > Liaison Person
>> > > Ubuntu Bangladesh
>> > > https://wiki.ubuntu.com/Shabab
>> > > --
>> > > Ubuntu Bangladesh
>> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > >
>> >
>> >
>> >
>> > --
>> > ধন্যবাদ
>> > সগীর হোসাইন খান
>> > _______________________________________________________________
>> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
>> > ✽
>>>> > _______________________________________________________________
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list