[Ubuntu-BD] উবুন্টুতে .tar.bz2 ফাইল ইনস্টল করবো কি করে?

Abhi arup281 at gmail.com
Thu May 12 05:10:28 UTC 2011


এপ্লিকেশন মেনুতে ম্যানুয়ালি ফায়ারফক্সের জন্য একটা এন্ট্রি তৈরি করে
নিয়ে সরাসরি মেনু থেকে ইন্সটলড সফটওয়্যারের মত করে চালু করলেই তো ল্যাঠা
চুকে যায় :)

On 5/12/11, Shabab Mustafa <shabab at linux.org.bd> wrote:
> @অনিরুদ্ধ,
>
> লিনাক্সে 'পোর্টেবল' আর 'ইন্সটল্ড' সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? 'পোর্টেবল'
> না হয়ে 'ইন্সটল্ড' হলে কি কি অতিরিক্ত সুবিধা পাওয়া যায়?
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
>
>
> 2011/5/12 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>
>
>> শাবাব ভাই, তাহলে তো ওটা ইন্সটল হবে না, পোর্টেবল ফায়ারফক্স হয়ে যাবে!
>>
>> 2011/5/11 Shabab Mustafa <shabab at linux.org.bd>:
>> > .tar.bz ফাইলটা এক্সট্রাক্ট করে দেখুন ভেতরে firefox নামে বাইনারী ফাইল
>> পাবেন
>> > একটা। ওটার উপর ডাবল ক্লিক করলেই চলবে।
>> > ---
>> > Shabab Mustafa
>> > Liaison Person
>> > Ubuntu Bangladesh
>> > https://wiki.ubuntu.com/Shabab
>> >
>> >
>> > 2011/5/11 sagir khan <sagir42 at gmail.com>
>> >
>> >> উবুন্টু ১১.০৪ করার পর যে যে বিষয়গুলোতে আরো আপডেট পেয়েছি তার মধ্যে
>> ফায়ারফক্স
>> >> ৪ অন্যতম। এই ভার্সনটা আমার মোটেই হচ্ছে না। এর কিছু জিনিষ  আমার মোটেই
>> >> ভাল
>> >> লাগছে না। এর আগে একবার আনইনস্টল করেছিলাম। কিন্তু এখন আইনস্টল করার পর
>> 3.6.17
>> >> নামিয়ে আর ইনস্টল করতে পারছিনা। কিভাবে যে আগে করেছিলাম তা মনে আসছে না।
>> নেটে
>> >> ঘাটাঘাটি করলাম কিন্তু কোন কিছুই কাজে আসছে না।
>> >> কেউ কি বলবেন কি করে উবুন্টুতে .tar.bz2 ফাইন ইনস্টল করা যায়।
>> >>
>> >> --
>> >> ধন্যবাদ
>> >> সগীর হোসাইন খান
>> >> _______________________________________________________________
>> >> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
>> ✽ ✽
>> >> _______________________________________________________________
>> >> --
>> >> Ubuntu Bangladesh
>> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>>
>> --
>> বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত
>> ফোরাম<http://forums.linuxdesh.com/>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list