[Ubuntu-BD] Fw: কিউবির শাটল মডেম GreenPacket UH235

istiaque ahamed ahamedistiaque at yahoo.com
Wed May 11 19:51:12 UTC 2011


প্রিয় ভাইয়া, 

কিছু মনে করবেন না দয়া করিয়া এই মেসেজ এর জন্য মাপ করিবেন । আমার মনে হয় কিউবির ড্রাইভারের সাথে বাংলা লায়ন এর জন্যে ও তৈরি করলে আমরা খুব উপকৃত হতাম। আশা করি আমার আবেদন টি অনুগ্রহ করে রাখবেন।
ধন্যবাদ
ইসতিয়াক আহম্মেদ


----- Forwarded Message -----
From: Ahamed Bauani [http://bd-servers.net] <ubuntu-bd at bauani.org>
To: saifimam at gmail.com; Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Wednesday, May 11, 2011 11:22 PM
Subject: Re: [Ubuntu-BD] কিউবির শাটল মডেম GreenPacket UH235

2011/5/8 Bokhari, Saif Imam <saifimam at gmail.com>

> সাজেদুর রহিম ভাই,
> ধন্যবাদ। আমাদের ভোক্তা স্বাধীনতা যেখানে সীমিত, কম্পিটিশন যেখানে কম কিংবা
> মনোপলি ব্যবসা যেখানে জড়িত সেখানে ভোক্তার চাওয়া না চাওয়া তে খুব কমই প্রভাব
> ফেলে। আমি কিউবির সার্ভিসে সন্তুষ্ট এবং আজ পর্যন্ত কিউবির ধারে কাছে কেউ
> আমাকে
> ইন্টারনেট সার্ভিস দিতে পারেনি, সাধ্যের মধ্যে। আর ঢাকার মধ্যে ওদের সাথে
> পাল্লা দেওয়ার মতো সার্ভিস প্রোভাইডার এখনো পাইনি কিংবা নেই। সুতরাং আমার
> যাচাই
> বাছাই কিংবা মাল্টিপল চয়েসের কোন সুযোগই নেই। জেনে ভালো লাগলো যে আপনারা
> ইতোমধ্যে কাজ শুরু করছেন। অগ্রিম ধন্যবাদ।
>
> কবির ভাই, ধন্যবাদ। আমরা ভেন্ডরের হাতে জিম্মি। এক্ষেত্রে কিছু করার নেই। একটু
> কষ্ট করে যদি আমরা ড্রাইভার করতে পারি এবং কিউবিকে সেটা যদি দিতে পারি
> অফিসিয়ালি সার্কুলেট করার জন্য তাহলে কিছুটা কাজ হতে পারে। কিউবিতে লিনাক্স
> এক্সপার্ট নেই এটা আমার মনে হয়ে না।

ভাই,

কিউবিতে লিনাক্স এক্সপার্ট অবশ্যই আছে কিন্তু সেটা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনে,
ডেভলপমেন্টে এক জনও খুজে পাবেন না।

-বাওয়ানী


> পুরানো কার্নেলে যদি কিউবি চলে তাহলে
> নতুনটাতেও সম্ভব। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার চেয়ে ওষুধের খোঁজ করা বোধহয়
> ভালো।
> *
> S*aif *I*mam* B*okhari
>
> Contact Me: <http://about.me/saifimam>
> //facebook.com/saifimam
> //twitter.com/saifimam
>
>
> 2011/5/8 opu.r.kabir at gmail.com <opu.r.kabir at gmail.com>
>
> > হার্ডওয়্যায় ড্রাইভার নিয়ে মাথা ঘামানোর আগে একটু চিন্তাভাবনা করা উচিত
> > বলে আমি মনে করি। বাংলালায়ন বা কিউবি কেউই কিন্তু কে কোন ধরনের ডিভাইস
> > দিয়ে কানেকশন দেবে তা নিয়ে কারো সাথে পরামর্শ করে না। ওরা ওদের সুবিধামত
> > যেটা বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই ডিভাইস দেবে। এবং একই ডিভাইস
> > যে সবসময় থাকবে তার কোন নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে গ্রমীন এর মডেম এর কথা
> > বলতে পারি। একসময় ওদের এজ মডেমটাই কোন ঝামেলা ছাড়া লিনাক্সে কানেক্ট হত।
> > এরপর ওরা নতুন মডেম আনার পর দেখা গেল নানা কারসাজি করে সেটাকে ইনস্টল
> > করতে হচ্ছে। এখন কেউ যদি কষ্ট করে কিউবির শাটল মডেমের জন্য ড্রাইভার
> > বানান, তাহলে সবার উপকার হয়, কিন্তু ড্রাইভার বানানোর এক মাসের মধ্যে যদি
> > কিউবি সেই ডিভাইস বাদ দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে তখন? তখন পুরো কাজটাই
> > মাটি। আমার মনে হয় একটু কষ্ট হলেও যে ডিভাইসটা লিনাক্সে চলে সেটাই আপাতত
> > নেয়া উচিত।যেটার ড্রাইভার নাই সেটা কিনে ড্রাইভার বানালেও কতটা লাভ হবে
> > সেটা একটু চিন্তা করা দরকার।
> >
> > ধন্যবাদ।
> > ---
> > রাশেদুল কবির
> >
> >
> >
> > 2011/5/8 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:
> > > ভাই বোখারী
> > >
> > > ৮ মে, ২০১১ ১২:৩৭ am এ তে, Bokhari, Saif Imam <saifimam at gmail.com>
> > লিখেছে:
> > >
> > > ভাইয়েরা,
> > >>
> > >> সবসময় উবুন্টু ইউজ করে, পাইরেসি নিয়ে লম্বা কথা বলে এখন নিজেই বাধ্য হয়ে
> > >> উবুন্টু ছেড়ে পাইরেটেড উইন্ডোজ ইউজ করছি শুধুমাত্র কিউবির ইন্টারনেটের
> > জন্য। কেউ
> > >> কি পারলেন না উবুন্টু ১১.০৪ এ কিউবির শাটল মডেম GreenPacket UH235
> চালানোর
> > একটু
> > >> ব্যবস্থা করতে???
> > >
> > >
> > > আপনি ও কি সচেতনভাবে জেনে শুনে মডেমটা কিনতে পারলেন না?
> > >
> > >
> > >> অন্য বিষয়গুলার চেয়ে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট গুরুত্বসহকারে করলে
> আমার
> > মতো
> > >> কিছু আম জনতা উপকৃত হতো। ধন্যবাদ।
> > >>
> > >
> > > চেষ্টা করেই যাচ্ছি। মাঝখানে তিনদিন টাঙ্গাইলে এক কর্মশালায় প্রশিক্ষকের
> > > ভূমিকায় ছিলাম বিধায় সময় দেয়া হয়নি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারো বসবো।
> > >
> > > দোয়া রাখবেন যেনো সফলকাম হতে পারি।
> > >
> > > --
> > > রিং
> > > +8801671411437
> > >
> > > মহাসচিব
> > > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > >
> > > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> > http://fossbd.org/index.php/event>"
> > > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> > ।।
> > > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > > সদস্য, উবুন্টু
> > > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Regards & Besh Wishes

Noor Ahamed Bauani
Chief Technology Advisor
Dhaka Wireless
http://www.dhaka-wireless.net/
An IPv6 Ready ISP in Bangladesh, Need an IPv6 Connectivity? Just Knock us!
HP: +880-1818-BAUANI (SMS Only, No Direct Call Please)
-----------------------------------------------------------------------------------------------------------------
Give Me Sunshine, Give Me Some Rain, Give Me a Chance to Grow up Again
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list