[Ubuntu-BD] মজিলা ফায়ারফক্স-৪ এ বুকমার্ক টুলবার শো করাতে পারছি না।

sagir khan sagir42 at gmail.com
Wed May 11 18:09:55 UTC 2011


ভাই সত্যিই আমি বুঝতে পারছি না কেন এমন সমস্যা হচ্ছে। আমার উবুন্টু আর জানালা
উভয়েই এই সমসা হচ্ছে।
কোন মেসেজই দেখায় না। কি শেয়ার করবো?

১২ মে, ২০১১ ১২:০৫ am এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:

> প্রিয় সগীর
>
> ১১ মে, ২০১১ ১১:৪১ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
>
> > বুঝতেছি না কারণটা কি? উবুন্টু 11.04 এ ফায়ারফক্স বিল্ট ইন দেওয়া ছিল। তাতে
> > কোন ভাবেই বুকমার্ক টুলবার শো করছে না। নানা ভাবে নানা দিক দিয়ে চেস্টা করে
> > অবশেষে ক্লান্ত। নেটে অনেক ঘাটা ঘাটি করেছি। সেখানে এ ব্যপারে তেমন কোন
> আলোচনা
> > পেলাম না। শেষ পর্যন্ত জানালায় দিয়ে দেখলাম সেখানে কি অবস্থা। অদ্ভুত ব্যপার
> হল
> > সেখানেও দেখি একই অবস্থা। কোন ভাবেই বুকমার্ক টুলবার শো করাতে পারছি না।
> >
>
> View >> Toolbars >> Bookmarks বললে কি দেখায়? স্ক্রীনশট যে কোন ফ্রি
> ফটোশেয়ারিং সাইটে আপ করে দিয়ে লিংকটা দেন তো। দেখি কাহিনী কি?
>
>
> > মজিলা ফায়ারফক্স ৪ এ কি কোন সমস্যা আছে?
> >
>
> আমার জানামতে এটা ফায়ারফক্সের সমস্যা না। সম্ভবত আপনি ইউনিটি ডেক্সটপ ব্যবহার
> করার কারনে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি নিজেই তো ফায়ারফক্স ৪ ব্যবহার
> করছি
> লিনাক্স মিন্ট ১০ জুলিয়া আর লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা তে। এই ধরনের কোন সমস্যাই
> তো আমার চোখে পড়েনি।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list