[Ubuntu-BD] উবুন্টুতে প্রবেশ করতে পারছি না। একটি লাল স্ক্রিন এসে থেকে যাচ্ছে।

sagir khan sagir42 at gmail.com
Tue May 10 17:52:09 UTC 2011


no

On 5/10/11, Abir Sadik <abir.sadik at gmail.com> wrote:
> আপনি কি ইউনিটি 2d চালাতে চেষ্টা করেছেন?
>
> 2011/5/10 sagir khan <sagir42 at gmail.com>
>
>> একটু আগে উবুন্টুকে রিকভারি মুডে চালাতে সফল হয়েছিলাম। এর পর সেখান থেকে
>> nvidia-current ইনস্টল দিলাম।  রিস্টার্ট করার পর সেই আগের মতই সমস‌্যা দেখা
>> দিচ্ছে। মনিটর সম্পূর্ণ লাল হয়ে থাকে। আর কোন কিছুই আসে না। মনে হয় আমার
>> পিসিআই-ই উবুন্টুর ইউনিটির জন্য কার্যকর নয়।
>> এই মুহূর্তে আর কারো কোন পরামর্শ?
>>
>> ইতিমধ্যে আমি এনভিডিয়া ওপেনসোর্স 3D ড্রাইভার ও nvidia-current দুটোই ইনস্টল
>> করে দেখেছি। কোন ধরনের ফল পাইনি। এখন জানালা থেকে সব কিছু করতে হচ্ছে।
>> উবুন্টুতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর জানালায় ঠিক ভাবে কাজ করতে পারছি না।
>>
>> --
>> ধন্যবাদ
>> সগীর হোসাইন খান
>> _______________________________________________________________
>> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>>>> _______________________________________________________________
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Abir Sadik
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list