[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

shiplu shiplu.net at gmail.com
Tue May 10 05:13:02 UTC 2011


ইমেইল ব্যক্তিগত তথ্যের পর্যায়ে পড়ে।
ঠিকানা, ইমেইল, ফোন নং, জেলা এগুলোর সবই ব্যক্তিগত তথ্য।


2011/5/10 Arif Uddin <arifrhb at gmail.com>

> আমার মনে হয় ইমেইল ফিল্ডটা শেয়ার করা দরকার ছিল। তাতে করে আমরা অন্যদের সাথে
> যোগাযোগ করতে পারতা। অনেক সমস্যার কথাও বলেছেন, তাদেরকে সাহায্য করতে পারতাম
> বা
> তারা সাহায্য ও চাইতে পারতো।
>
> *---
> Md. Arif Uddin *
> Dhaka, Bangladesh
> Mobile: +88 017 15 865458
> E-mail: arifrhb at gmail.com
> http://www.sobkichu.com
> http://www.ankursoftbd.com/arif
>
>
> 2011/5/9 Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>
>
> > তথ্য উন্মুক্ত করে দিলাম। অবশ্যই ঠিকানা, ইমেইল এবং ফোন নং বাদে।
> >
> > যারা ফর্ম ফিলাপ করে তারা তো আশা করতেই পারে অন্যদেরগুলো এবং নিজের ত‌থ্য
> দেখা
> > যাবে। নাহলে ঢাক ঢাক গুড় গুড় করলে উল্টা নানা রকম বাজে চিন্তা আসবে মনে।
> >
> > দেখুন:
> >
> >
> https://spreadsheets.google.com/spreadsheet/pub?hl=en&hl=en&key=0ArK3UaAF5-8KdHkwSm5Nb2JwdFNVOF9maWpUakl1eHc&single=true&gid=0&output=html
> >
> > মতামত দিন। (ঠিক আছে নাকি কিছু বাদ যাবে) আমার কাছে মন্তব্যের কলামটা বেশ
> > ইন্টারেস্টং মনে হল।
> >
> >
> > @শাবাব:
> > বয়স সীমার রেঞ্জগুলো দাও।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list