[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।
Abhi
arup281 at gmail.com
Mon May 9 20:04:38 UTC 2011
আপনি এনভিডিয়া রেস্ট্রিক্টেড ড্রাইভার ইন্সটলের আগে উবুন্টুতে যদি কোন আপডেট
দরকার থাকে তাহলে সেগুলো করে নিন, এরপর রেস্ট্রিক্টেড ড্রাইভার ইন্সটলের আগে
একবার এনভিডিয়া ওপেনসোর্স 3D ড্রাইভার টেস্ট করে দেখুন-
sudo apt-get install libgl1-mesa-dri-experimental
এটি ইন্সটলের পর দেখুন কি হয়, 3D সাপোর্ট এনাবল হয় কি না দেখুন। অথবা
রেস্ট্রিক্টেড ড্রাইভার ইন্সটলের জন্য লিখুন-
sudo apt-get install nvidia-current
গ্রাফিকালি ড্রাইভার ইন্সটলের জন্য নোটিফিকেশন দেখালেও টার্মিনাল থেকেই করুন।
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
2011/5/10 sagir khan <sagir42 at gmail.com>
> Abhi
> আপনার মেইলটা আসতে দেরি হয়ে গেছে। তার আগেই আমি আরেকবার উবুন্টু ইনস্টল করেছি।
> উবুন্টু ১১.০৪ ই করেছি।
> এখনো আমি আমার ড্রাইভার ইনস্টল করিনি। আমার ড্রাইভার ইনস্টল করতে কি করা উচিত
> কেউকি পরামর্শ দিবেন?
>
> ১০ মে, ২০১১ ১২:১৯ am এ তে, Abhi <arup281 at gmail.com> লিখেছে:
>
> > আপনি কনসোলে লগ-ইন করে নিচের কমান্ডের আউটপুট দিন-
> > lspci
> > এবার নিচের কমান্ডটি চালিয়ে চেক করুন এনভিডিয়ার রেস্ট্রিক্টেড ড্রাইভার
> > কোনটি ইন্সটল আছে-
> > dpkg --get-selections | grep nvidia
> > যদি-
> > nvidia-current ইন্সটল থাকে তাহলে সেটি রিমুভ করে দেখুন (অর্থাৎ বিল্ট-ইন
> > ড্রাইভার nouveau তে ফিরে যান, যেটি দিয়ে একেবারে প্রথমে ক্লাসিক মোডে
> > আপনার উবুন্টু চালু হয়েছিল)
> > এবার দেখুন উবুন্টু চালু হয় কি না।
> >
> > On 5/9/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> > > সিডি দিযে লাইভ উবুন্টু চালু করে কি এই সমস্যার সামাধান করা সম্ভব?
> > >
> > > ৯ মে, ২০১১ ৩:৪৪ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> > >
> > >> অনেক চেস্টার পরও কোন ভাবেই উবুন্টু খুলতে পারলাম না যে ইউনিটির জন্য
> কিছু
> > >> একটা করবো।
> > >> এখন আমার কি করনীয় কেউকি জানাবেন?
> > >>
> > >> ৯ মে, ২০১১ ৬:৫৪ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> > >>
> > >> @ Shabab Mustafa
> > >>> ভাই।
> > >>> এক বছর আগে থেকে উবুন্টু ব্যবহার করছি। এর মধ্যে কমছেকম হাজারটা সমস্যায়
> > >>> পরেছিলাম। কিন্তু ভুলেও উবুন্টু ছাড়িনাই। প্রথমবার উবুন্টু ইনস্টল করতে
> > >>> প্রায়
> > >>> ১৬ কার সেটআপ দিতে হয়েছে। আবার হার্ডডিস্কের সব ডাটা নাই হয়েছে শেষ
> > পর্যন্ত
> > >>> হার্ড ডিস্ক মারা গিয়েছে কিন্তু তার পরও নতুন হার্ডডিস্ক কিনে উবুন্টু
> > সেটাপ
> > >>> করে এক বছর চালালাম।
> > >>> এই বছর ইতিমধ্যে উবুন্টু রাইট করতে গিয়ে ৫ টা সিডি নস্ট করেছি আর ৫ বার
> > >>> ইনস্টল দিয়েছি। সর্বশেষ বার যখন সফল হলাম তখন ইউনিটির সমস্যার কারনে
> আবার
> > >>> বন্ধ।
> > >>> তাই একটু মেজাজ বিগরে গিয়েছিল। তবে হতাস যে নাই তাতে কোন সন্দেহ নেই।
> তবে
> > >>> কথা
> > >>> দিচ্ছি ভবিষ্যতে এমন করবো না।
> > >>> রিকভারি মুডে চালাতে গেলে প্রথম সমস্যা হল অনেকগুলো অপশন আসে। যেমন
> রিসুম
> > >>> নরমার বুট লোডার, রিকভারি ফ্রি স্পেস ইত্যাদি। আর নিচে ওকে এবং কেনসেল।
> > >>> কোনটা
> > >>> দিয়ে ওকে করতে হবে তা বুঝতে পারছি না। তার পরও একবার রিসুম নরমার বুট
> > লোডার
> > >>> দিযৈ চালু করার চেস্টা করেছিলাম। শেষে এসে আমার ডেস্কটপের নাম আসে।
> এন্টার
> > >>> দিয়ে
> > >>> পাসওয়ার্ড চায়। আমার পাসওয়ার্ড দিলে বলে ইনকারেক্ট পাসওয়ার্ড।
> > >>> দেখি আজ রাতে মনে হয় আরেকবার ইনস্টল করে দিবো।
> > >>>
> > >>> ৯ মে, ২০১১ ২:৫৮ pm এ তে, jayanta nath <jayantanth at gmail.com> লিখেছে:
> > >>>
> > >>> আপনি এই থ্রেডটা দেখবেন?
> > >>>> http://ubuntuforums.org/showthread.php?t=1743451
> > >>>>
> > >>>> With Warm Regards,
> > >>>> *Jayanta Nath*
> > >>>> Calcutta,West Bengal
> > >>>> --
> > >>>> Ubuntu Bangladesh
> > >>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >>>>
> > >>>
> > >>>
> > >>>
> > >>> --
> > >>> ধন্যবাদ
> > >>> সগীর হোসাইন খান
> > >>> _______________________________________________________________
> > >>> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
> ✽
> > ✽
> > >>> ✽
> > >>> _______________________________________________________________
> > >>>
> > >>>
> > >>
> > >>
> > >> --
> > >> ধন্যবাদ
> > >> সগীর হোসাইন খান
> > >> _______________________________________________________________
> > >> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
> ✽
> > ✽
> > >> ✽
> > >> _______________________________________________________________
> > >>
> > >>
> > >
> > >
> > > --
> > > ধন্যবাদ
> > > সগীর হোসাইন খান
> > > _______________________________________________________________
> > > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽
> > ✽
> > > _______________________________________________________________
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> > --
> > -------------------------
> > Abhi
> > Opensource Enthusiast
> > My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> > Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> > E-mail <abhi_69 at ovi.com>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list