[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

Abhi arup281 at gmail.com
Sun May 8 17:03:29 UTC 2011


ইউনিটি হলো ক্যানোনিকাল কর্তৃক ডেভেলপ করা নতুন একটি ডেস্কটপ
এনভায়রনমেন্ট যেটি মূলত গ্নোমের ফর্ক, বিস্তারিত এখানে-
http://unity.ubuntu.com/about/
উবুন্টু ১১.০৪ থেকে এটি উবুন্টুর ডিফল্ট এনভায়রনমেন্ট। এটির জন্য 3D
capable ভিডিও ড্রাইভার দরকার।
ইউনিটিতে এই সমস্যাটি নতুন নয়,অনেকেই এটির ব্যাপারে জানাচ্ছেন, এমনকি আমি
নিজেও ডেস্কটপে এনভিডিয়া রেস্ট্রিক্টেড ড্রাইভার দিয়েও ইউনিটি পাইনি, অথচ
অনেকে ইন্টেলের বিল্ট-ইন দিয়েই এটি পাচ্ছেন বলে জানিয়েছেন। ল্যাপিতে
(ATI) কিন্তু এটি পাচ্ছি।
আপনি কোন ভিডিও কার্ড ব্যবহার করছেন? কোন মডেল? বিস্তারিত জানান।

On 5/8/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> আমি কিছুখন আগে উবুন্টু ১১.০৪ ইনস্টল করলাম। উবুন্টু ইনস্টল করার পর যখন
> রিস্টার্ট চাইলো তখন রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর অদ্ভুত একটা মেসেজ
> দেখালো। বাংলা করলে দাড়ায় আপনার হার্ডওয়্যার ইউনিটির জন্য কম্পেটেবল নয়। আপনি
> উবুন্টু ক্লাসিক চালু করুন। কি আর করবো? সেখানে ওক ছিল তাই দিলাম। ভালই উবুন্টু
> চালু হল। চালু হতেই আমার পিসিআই এক্সপ্রেস ড্রাইভ ইনস্টল করতে বললো। করলাম।
> রিস্টার্ট করতে বললো করলাম। কিন্তু কি আজিব। রিস্টার্ট করার পর আর উবুন্টু
> খুলছে না। একটা লাল স্ক্রিন এসে স্থির বসে থাকছে। অথচ ঠিকই জানালাতে প্রবেশ
> করছে।
> এখন আমার সমস্যা দুইটা।
> এক- ইউনিটি কি এবং কেন আমার হার্ডওয়‌্যারএ নিচ্ছে না? এর জন্য আমাকে কি করতে
> হবে?
> দুই- পিসিআই এক্সপ্রেস ইনস্টল করার পর কেন উবুন্টু চালু হচ্ছে না?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list