[Ubuntu-BD] লিনাক্স ব্যবহারকারী জরিপ, ২০১১
shiplu
shiplu.net at gmail.com
Sun May 8 04:20:49 UTC 2011
2011/5/8 shiplu <shiplu.net at gmail.com>
>
>
> 2011/5/8 Arafat Rahman <opurahman at gmail.com>
>
>> কোন ধরণের মেশিন ব্যবহার করেন?
>> I use CentOS on my web server. How to select that?
>>
>>
> এটা তো আপনি সাধারণ ইউজার হিসেবে ব্যবহার করছে না। আপনি সার্ভার ইউজ করছেন।
> এটা সাধারন ইউজরে মধ্যে ধরা যাবে না। আপনার ল্যাপিতে উবুন্টু নাই?
> যেই লিনাক্সে আপনি গান শোনেন, মুভি দেখেন, ওপেন অফিসে এডিট করেন,
> ডেভেলপমেন্টের কাজ করেন, এসাইনমেন্ট করেন সেই লিনা্ক্সটাই ধরুন।
> সার্ভার ইউজ করলে সেটা ধরা যায় না। তাছাড়া সেই মেশিন বাংলাদেশেও নাই। থাকলেও
> আপনি হাত দিয়ে ছুতে পারেন না।
> আশা করি এবার বুঝবেন কোন মেশিন এই জরিপের আওতায়।
>
>
>> ইন্টারনেটের প্রকৃতি
>> I use ADSL Internet, no category fit for this.
>>
>
এড করে দিছি। এটা আমি ভেবেছিলাম ডায়াল আপ হবে। গুগল করে শিউর হলাম এটা আলাদা।
তাই এড করা হয়েছে।
> --
>>
> Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader
More information about the ubuntu-bd
mailing list