[Ubuntu-BD] ফায়ারফক্স 4 ইনস্টল করতে পারছিনা।

Abhi arup281 at gmail.com
Sat May 7 19:54:54 UTC 2011


আপনি কোন ডিস্ট্রো ব্যবহার করেন? উবুন্টু/লিনাক্স মিন্ট
(১০.০৪-১০.১০/৯-১০) হলে ফায়ারফক্স ৪ ইন্সটলের জন্য উবুন্টুজিলা পিপিএ
ইউজ করতে পারেন-
http://sourceforge.net/apps/mediawiki/ubuntuzilla/index.php?title=Main_Page

আর .tar.bz2 ফাইল থেকে ইন্সটলের দরকার নেই, সরাসরি রান করতে হবে। আপনি
ফাইলটি এক্সট্রাক্ট করুন, এরপর ফোল্ডারের ভিতর দেখুন firefox.sh/firefox
নামের কোন এক্সিকিউটেবল আছে কি না, থাকলে সেটি সরাসরি রান করুন, দেখবেন
ফায়ারফক্স চালু হয়ে যাবে।

On 5/8/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> কিছু খন আগে  firefox-4.0.1.tar.bz2  ফাইলটা নামালাম। কিন্তু কোন ভাবেই ইনস্টল
> করতে পারছিনা। আগে কিভাবে যেন ইনস্টল করেছিলাম তা ভুলে গিয়েছি। নেটে অনেক
> ঘাটাঘাটি করে বিফল।
> কারো জানা থাকলে একটু আওয়াজ দেন।
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list