[Ubuntu-BD] কিউবির শাটল মডেম GreenPacket UH235

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 18:52:40 UTC 2011


ভাই বোখারী

৮ মে, ২০১১ ১২:৩৭ am এ তে, Bokhari, Saif Imam <saifimam at gmail.com> লিখেছে:

ভাইয়েরা,
>
> সবসময় উবুন্টু ইউজ করে, পাইরেসি নিয়ে লম্বা কথা বলে এখন নিজেই বাধ্য হয়ে
> উবুন্টু ছেড়ে পাইরেটেড উইন্ডোজ ইউজ করছি শুধুমাত্র কিউবির ইন্টারনেটের জন্য। কেউ
> কি পারলেন না উবুন্টু ১১.০৪ এ কিউবির শাটল মডেম GreenPacket UH235 চালানোর একটু
> ব্যবস্থা করতে???


আপনি ও কি সচেতনভাবে জেনে শুনে মডেমটা কিনতে পারলেন না?


> অন্য বিষয়গুলার চেয়ে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট গুরুত্বসহকারে করলে আমার মতো
> কিছু আম জনতা উপকৃত হতো। ধন্যবাদ।
>

চেষ্টা করেই যাচ্ছি। মাঝখানে তিনদিন টাঙ্গাইলে এক কর্মশালায় প্রশিক্ষকের
ভূমিকায় ছিলাম বিধায় সময় দেয়া হয়নি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারো বসবো।

দোয়া রাখবেন যেনো সফলকাম হতে পারি।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list