[Ubuntu-BD] বাংলা লায়নের ইনডোর মডেম AWB 230- টা কেমন ?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 18:17:44 UTC 2011


প্রিয় শোয়েব ভাই

৭ মে, ২০১১ ৩:১৫ pm এ তে, Shoyeb Mahmood <shmood at gmail.com> লিখেছে:

> রিং ভাই!
> কেমন আছেন। আমি ঠিক এই মডেমটারই কথা বলছি।
>

এইতো ভাই। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ।

অনেকদিন পরে আপনাকে পেলাম।
>

হুমম। "পেঙ্গুইন মেলা - ২০১১" নিয়ে অবিরাম দৌড়ের উপরে আছি। রাজশাহী থেকে শুরু
করেছিলাম এটা এ বছরের জানুয়ারীতেই। তারপর খুলনা, ঢাকা আর রংপুর বিভাগে আয়োজন
করেছি। এখন লক্ষ্য বরিশাল, সিলেট আর চট্টগ্রাম বিভাগে আয়োজন সুসম্পন্ন করা।

এ ফাঁকে ফাঁকে বিভিন্ন কর্মশালা তো করেই যাচ্ছি। এই যে গত ৫ ও ৬ তারিখে মাওলানা
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করে ফেললাম দুইদিন ব্যাপী একটা
কর্মশালা।


> ভালো থাকবেন।
>

আপনিও ভালো থাকবেন। দোয়া রাখবেন।

আল্লাহ হাফেজ

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list