[Ubuntu-BD] বাংলালায়ন ওয়াইম্যাক্স সেটআপ

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 18:09:29 UTC 2011


প্রিয় জিয়া

৭ মে, ২০১১ ৭:২১ pm এ তে, zia mohi <ziamohi777 at gmail.com> লিখেছে:

> প্রিয় রিং ভাই,
> অনেক ধন্যবাদ তথ্যর জন্য I সিটিসেল জুম এর সংযোগ এবং বিটিসিএল এর ফোন ক্যাবল
> এর মাধ্যমে কিভাবে ইন্টারনেট পাব একটু জানান I


সিটিসেল জুম আলট্রা জাস্ট কানেক্ট করে নিয়ে ৩০ সেকেন্ড পর নেটওয়ার্ক ম্যানেজারে
যাও। New Mobile Broadband (CDMA) connection পাবে। ওটা থেকে কনফিগার করো।
তারপর ঐ কানেকশানের প্রোপার্টিতে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড বক্সে waps লিখে
অটোকানেক্ট এনাবল করে দাও। ইনশাল্লাহ মডেম কানেক্টেড অবস্থায় পিসি চালু করলে
কোন ঝামেলা না করেই কানেক্ট হয়ে যাবে।


> বিটিসিএল লিখেছে ইউজার নেম ও পাসওয়ার্ড "বিটিটিবি " এবং এক্সেসকোড ০১০১২৩৪ I
> নেটওয়ার্ক  ম্যানেজার এর কোন অপশন ব্যবহার করব?
>

বিটিসিএল এর জন্য কানেকশান ম্যানেজার থেকে ডিএসএল থেকে কানেকশান তৈরী করো
যেটাতে এই তথ্যদুটো দিয়ে কানেক্ট করতে হবে।

তোমার প্রশ্নের জন্যে ধন্যবাদ।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list