[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

sagir khan sagir42 at gmail.com
Sat May 7 17:59:06 UTC 2011


কোন ফরমটা ব্যবহার করবো কেউতো বলছে না।

৭ মে, ২০১১ ১০:৩৫ pm এ তে, Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>লিখেছে:

> @শাবাব ও শিপলু
> সেক্ষত্রে এটাকে চেকবক্স করে দিলেই একাধিক ডিস্ট্রো সিলেক্ট করা যাবে। তবে
> এখানে লিনাক্স ব্যবহারকারী কয়জন সেটাই বেশি গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হয়।
>
> জেলার তথ্যটা লাগানো দরকার। দ্রুত আশেপাশের মানুষ খুঁজে নিতে সহায়ক হবে।
>
> @অয়ন:
> শিপলুরটা কিংবা আমারটা মডিফাই করা হউক। কারণ দুটাতেই ভাল ভাল কিছু বিষয় উঠে
> এসেছে, কম্বাইন করলে চমৎকার হবে।
>
> আমি বলি কি, শিপলুরটাতে ব্যবহারকারীর জেলার তথ্য লাগিয়ে সেটাই ব্যবহার করা
> হউক।
> আমি অফ যাই।
>
> - শামীম
> Mobile phone: +8801731 216 486
> Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
> প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
> ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
> সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list