[Ubuntu-BD] বাংলালায়ন ওয়াইম্যাক্স সেটআপ

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Sat May 7 13:24:00 UTC 2011


বাংলালায়ন ইউএসবি লিনাক্সে ব্যবহার করা যায় না। তবে, ইনডোরটি কাজ করবে।

2011/5/7 zia mohi <ziamohi777 at gmail.com>:
> প্রিয় রিং ভাই,
> অনেক ধন্যবাদ তথ্যর জন্য I সিটিসেল জুম এর সংযোগ এবং বিটিসিএল এর ফোন ক্যাবল এর
> মাধ্যমে কিভাবে ইন্টারনেট পাব একটু জানান I বিটিসিএল লিখেছে ইউজার নেম ও
> পাসওয়ার্ড "বিটিটিবি " এবং এক্সেসকোড ০১০১২৩৪ I নেটওয়ার্ক  ম্যানেজার এর কোন
> অপশন ব্যবহার করব ?
>
> ধন্যবাদান্তে,
> জিয়া
>
> 2011/5/6 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> প্রিয় জিয়া
>>
>> বাংলালায়নের ইউএসবি ডঙ্গল হলে কোন গতি নাই। লিনাক্সে ওটার ড্রাইভার নাই। আর
>> যদি কেক সাইজের মডেম হয় তো কোন সমস্যাই নাই জাস্ট নেট ক্যাবলটা কানেকশান করা
>> মাত্রই কাজ হবে আশা করি।
>>
>>
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>
>> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
>> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
>> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
>> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
>> ঢাকা-১০০০।
>>
>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।। সদস্য,
>> উবুন্টু বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>>
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম


More information about the ubuntu-bd mailing list