[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

sagir khan sagir42 at gmail.com
Sat May 7 11:20:23 UTC 2011


ধরা উচিত কারা সব সময় লিনাক্স ব্যবহার করে। আমারও ডুয়েল বুটে উবুন্টু চলে।
কিন্তু জানালা আমি ব্যবহার করি না। আমার বাসাতে জানালা ব্যবহার করে ভাবি আর ছোট
আপা। ডুয়েল বুটে থাকলেও কোনটা বেশি ব্যবহার করে তা ধরা উচিত।

৭ মে, ২০১১ ৫:১৭ pm এ তে, Abhi <arup281 at gmail.com> লিখেছে:

> এখানে আমার একটি প্রশ্ন, লিনাক্স ব্যবহারকারীদের গননা করার সময় আমরা কোন
> ধরনের ব্যবহারকারীদের হিসাব করবো? যারা নিয়মিত লিনাক্স ব্যবহার করেন
> শুধু তাদের? নাকি পাশাপাশি-
> - যারা মাত্র ২/১ বার (অল্প কিছু সময়/দিন) ইউজ করেই কোন কারনে ছেড়ে দিয়েছেন
> - যারা লিনাক্স পিসিতে রেখেছেন কিন্তু কালেভদ্রে ইউজ করেন (তেমন একটা
> করেন না বললেই চলে)
> এরকম যারা আছেন তাদেরকেও হিসাব করতে হবে?
>
> On 5/7/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> > আসলেই আমাদের খুজে বের করা উচিত কত লিনাক্স ব্যবহারকারী রয়েছে। কারন দেখা
> যায়
> > বন্ধুদের এই ব্যপারে উৎসাহ দিতে গেলে তারা এটি জানতে চায়।
> > অফটপিক: আমার এই ফেসবুক
> > গ্রুপে<
> http://www.facebook.com/home.php?#%21/home.php?sk=group_170310323001083
> >আপনারা
> > যোগ দিলে খুশি হব। আমি আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য খুলেছিলাম।
> > কিন্তু দু:খ হল আমি বাদে এই এক বছরে আর
> >
> > ৭ মে, ২০১১ ১২:০৫ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:
> >
> >> সব মিলিয়ে ৫০০ - ১০০০ হতে পারে বলে আমার ধারণা।
> >> --
> >> Shiplu Mokadd.im
> >> My talks, http://talk.cmyweb.net
> >> Follow me, http://twitter.com/shiplu
> >> Innovation distinguishes between follower and leader
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >
> >
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list