[Ubuntu-BD] I need Ericssion GC89 driver for ubuntu 10.10

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 09:37:21 UTC 2011


প্রিয় আরিফ উদ্দিন ভাই

2011/5/7 Arif Uddin <arifrhb at gmail.com>

> Dear Experts
>

এখানে আমরা কেউই তথাকথিক "এক্সপার্ট" নই। এখানে আমরা সবাই, সবাইকে সহযোগীতা
করতে এবং সহযোগীতা পেতে আগ্রহী।

Can anyone help me to find Ericssion GC89 ubuntu driver. I want use it with
> ubuntu.
>

সনি এরিকসন সহ যে কোন ধরনের মোবাইল ফোন যদি শুধুমাত্র মডেম হিসেবে উবুন্টু
কিংবা লিনাক্স মিন্ট এর সাথে ব্যবহার করতে চান তো কোন সমস্যা ছাড়াই ব্যবহার করা
যাবে। এজন্যে কোন রকমের অতিরিক্ত ড্রাইভার সফটওয়্যারের দরকার নাই।

আর যদি আপনি আপনার ফোন ব্রাউজ করতে চান তো সেক্ষেত্রেও একই কথা। শুধুমাত্র
ডাটাকেবল কানেক্ট করেই আপনি ডাটাকানেক্টিভিটি করতে পারবেন, কোনরূপ ড্রাইভার
সফটওয়্যার লাগবে না।

আর যদি আপনি আপনার ফোনের থেকে সীম এবং ফোনের কন্ট্যাক্টস এবং এসএমএস গুলো কে
নিয়ে কাজ করতে চান তো একটু খাটতে হবে। আপনাকে আপনার সেটের তথ্য দিয়ে গুগলিং করে
বের করে নিতে হবে কোন সফটওয়্যার দিয়ে আপনি এই কাজ সারতে পারবেন। তারপর ওটার
লিনাক্স ভার্সন কে কাজে লাগাতে হবে।

আপনাকে ধন্যবাদ।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list