[Ubuntu-BD] বাংলা লায়নের ইনডোর মডেম AWB 230- টা কেমন ?

Shoyeb Mahmood shmood at gmail.com
Sat May 7 09:11:19 UTC 2011


ধন্যবাদ জামাল ভাই। আমি কী কোথাও ভুল করেছি কারন আমার জানা মতে awb 230
তো ইনেডার মডেম? আসলে এটায় সিগনাগ কেমন পায় ওয়াই-ফাই দিয়ে অন্য ডিভাইস
নেট কানেক্ট করতে পারবো কীনা তা জানতে চাচ্ছি।
শোয়েব মাহমুদ
বরিশাল।

On 5/7/11, Jamal Khan <jamal919 at gmail.com> wrote:
> আমার জানামতে উবুন্টুতে এইটা কাজ করে না , যদিও AWB বলছে এটা লিনাক্স
> কম্প্যাটিবল ডিভাইস । দেখা যাক কেউ কনফিগার করেছেন কিনা ? যদি না ই হয় তবে আপনি
> বরং ইনডোর ইউনিটটা নিতে পারেন - দাম ৩০০০ টাকা । লিনাক্সে প্লাগ-এন্ড-প্লে ।
>
>
> লিস্টের কেউ কী চেষ্টা করেছেন ?
>
> 2011/5/7 Shoyeb Mahmood <shmood at gmail.com>
>
>> প্রিয় সবাই,
>> শুভেচ্ছা নিন। আমি বাংলা লায়নের ইনডোর মডেম AWB 230 টা নিতে চাচ্ছি
>> ল্যুসিডে ব্যবহার করার জন্য।
>> এ মডেমটা কেমন হবে? বর্তমান ব্যবহারকারী বা অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
>> ধন্যবাদান্তে
>> শোয়েব মাহমুদ
>> বরিশাল।
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
>
> It is better to sit alone than in company with the bad; and it is , better
> still to sit with the good than alone. It is better to speak to a seeker of
> knowledge than to remain silent, but silence is better than idle words.
>
> - Prophet Mohammed SM (From  Bukhari)
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list